চাকরি

১৩ হাজারের বেশি জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করবে এসবিআই, জারি বিজ্ঞপ্তি

SBI to recruit over 13,000 junior associate posts, notification issued

Truth Of Bengal: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) সম্প্রতি ১৩,৭৩৫টি জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা সময়মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

পরীক্ষার তারিখ

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে এবং মেইন পরীক্ষা মার্চ অথবা এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (আইডিডি) সার্টিফিকেটধারীদের নিশ্চিত করতে হবে যে তাদের আইডিডি ডিগ্রি সম্পন্ন হওয়ার তারিখ ৩১ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে হতে হবে।

যেসব প্রার্থী স্নাতকের ফাইনাল ইয়ার বা সেমিস্টারে রয়েছেন, তারাও আবেদন করতে পারবেন। তবে শর্ত হলো, তাদের ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে স্নাতক ডিগ্রি অর্জনের প্রমাণপত্র জমা দিতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১ এপ্রিল ২০২৪ তারিখ অনুযায়ী ২০ বছরের কম এবং ২৮ বছরের বেশি হওয়া যাবে না। অর্থাৎ, প্রার্থীর জন্ম ২ এপ্রিল ১৯৯৬-এর আগে এবং ১ এপ্রিল ২০০৪-এর পরে হওয়া যাবে না।

আবেদন ফি

আবেদনকারীদের মধ্যে সাধারণ, ওবিসি এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডাব্লিউএস) প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা নির্ধারিত হয়েছে। অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি জমা থেকে ছাড় দেওয়া হয়েছে।

আগ্রহী প্রার্থীদের যথাসময়ে আবেদনের পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগ সংক্রান্ত আরও তথ্যের জন্য এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখার অনুরোধ করা হচ্ছে।

Related Articles