আদিবাসী কল্যাণ দফতরে চলছে নিয়োগ, জানুন খুঁটিনাটি
Recruitment underway in Jangalmahal, know the details

Truth Of Bengal: জঙ্গলমহলের জেলা বাঁকুড়া। সেখানে রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ করা হবে। বাঁকুড়া জেলার বিভিন্ন মহকুমা ও পুরসভায় অনগ্রসর শ্রেণি উন্নয়ন ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৮। পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি। ৩০ মে সকাল ১১টা থেকে বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)-এর দফতরে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বাঁকুড়া জেলার মেজিয়া, সোনামুখী, পাত্রসায়র, রায়পুর, বাঁকুড়া-২, কোতুলপুর, সিমলাপাল, সারেঙ্গা, বিষ্ণুপুর পুরসভায় অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ করা হবে। অনগ্রসর শ্রেণি দফতরে কাজ করা
অবসরপ্রাপ্ত ইনস্পেক্টর, এক্সটেনশন অফিসার, হেড ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক হিসাবে কাজ করা ব্যক্তিরা আবেদনের যোগ্য। বয়স হতে হবে চলতি বছরের ৩০ এপ্রিলের মধ্যে সর্বাধিক ৬৪ বছর।
শেষবার পে স্কেল থাকতে হবে ৭,১০০-৩৭,৬০০ টাকা। মাসে বেতন মিলবে ১২ হাজার টাকা করে। অনগ্রসর শ্রেণি দফতরে কাজ করা অবসরপ্রাপ্ত কর্মচারীদের অগ্রাধিকার মিলবে। পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি। কাজের দক্ষতার ওপর নির্ভর করে ৬৫ বছর পর্যন্ত এক বছরের জন্য কাজের মেয়াদ বাড়ানো হবে। বাঁকুড়ার জেলাশাসকের দফতর (www.bankura.nic.in) থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিয়ে তা সম্পূর্ণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় জমা দিতে হবে।