চাকরি

যাদবপুর বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ

Jadavpur University

The Truth of Bengal,Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন। চুক্তিভিত্তিক ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২টি শূন্যপদে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের অধীনে SURE প্রকল্পের DST-SERB প্রকল্পে নিয়োগ করা হবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে আলাদা ২টি প্রোজেক্টের জন্য জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। এর জন্য আগামী ১০ নভেম্বর দুপুর ২টোয় আগ্রহী চাকরিপ্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউয়ে আসতে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দোতলায় মিটিং রুমে।

শিক্ষাগত যোগ্যতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং নিয়ে এমটেক বা এমই পাশ করতে হবে। GATE পরীক্ষাতেও পাশ করতে হবে। heterogeneous catalyst, GCMS & HPLC analyses, reactor Simulation with ASPEN software, lifecycle environmental impact assessment নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : ৩০ বছরের মধ্যে হতে হবে

প্রথম ২৪ মাসের জন্য মাসে ৩১ হাজার টাকা ও বাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত ভাতা ফেলোশিপ বাবদ দেওয়া হবে। ২৪ মাসের সময়সীমা শেষ হওয়ার পর মাসে ৩৫ হাজার টাকা ও অতিরিক্ত বাড়ি ভাড়া বাবদ অর্থ দেওয়া হবে।

ফেলোশিপের মেয়াদ: ২৪ মাস। পরে কাজের দক্ষতা দেখে মেয়াদ আরো বাড়ানো হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ডেস্কে যে কোনো কাজের দিন ৫০ টাকার বিনিময়ে আবেদনপত্র পাওয়া যাবে। তা পূরণ করতে হবে। এরসঙ্গে ইন্টারভিউয়ের দিন সমস্ত নথিপত্র, মার্কশিট ও শংসাপত্রের সেলফ অ্যাটেস্টেড করা প্রতিলিপি ও আসল নথিপত্র সঙ্গে রাখতে হবে।

একটি ইন্টারভিউ হবে ১০ নভেম্বর দুপুর ২টোয়। আরেকটা প্রকল্পের ইন্টারভিউ হবে বেলা সাড়ে ৩টেয়। বিশদ তথ্যের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে।

Free Access

Related Articles