চাকরি

রাজ্যের ২ জেলায় ৮০০’র বেশি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

Recruitment of Anganwadi workers and helpers for more than 800 vacancies in 2 districts of the state

Truth of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দক্ষিণবঙ্গের ২ জেলা পশ্চিম বর্ধমান ও নদিয়ায় ৮০০’র বেশি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে মোট শূন্যপদ ৫৯ টি। নদিয়া জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্লকভিত্তিকভাবে শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

তেহট্ট, করিমপুর, চাপড়া, নাকাশিপাড়া এবং রানাঘাট এলাকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে।এলাকার মহিলা চাকরিপ্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করতে হবে।

আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেমন- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, আধার আথবা ভোটার কার্ডের কপি ইত্যাদি যুক্ত করে প্রত্যেক আবেদনকারীকে নিজের ব্লকের সংশ্লিষ্ট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অফিসে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র মিলবে “nadia.gov.in/notice_category/recruitment/”  ওয়েবসাইট মারফত। অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার ৮৩৪ শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরিপ্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মোট শূন্য পদ – ৮৩৪।

ব্লকভিত্তিক পদ – অন্ডাল ৪০, আসানসোল (১) ১৩৯, আসানসোল (২) ৬৬, বারাবনি ৪৪, দুর্গাপুর (১) ৬, দুর্গাপুর (২) ১৫, ফরিদপুর ৪১, জামুরিয়া (শহর) ২২, কাঁকসা ১১৪, কুলটি ১০৮, পাণ্ডবেশ্বর ৬০, রানিগঞ্জ (গ্রামীণ) ৮৯, রানিগঞ্জ (শহর) ৩৮, এবং সালানপুর ৫২। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করতে হবে। বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। ১৮ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে (https://icdspsbdn.in) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের।

Related Articles