কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চলছে নিয়োগ, জেনে নিন আবেদনের নিয়ম
Recruitment is underway at Kalyani University, know the application rules

Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের প্রকল্পের আওতায় প্রোজেক্ট অ্যাসিসট্যান্ট ও ফিল্ড অ্যাসিসট্যান্ট নিয়োগ করা হবে। অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। এক বছরের মেয়াদের প্রকল্প। ২টি অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরির পদে নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইকোলজিকাল স্টাডিজে নিয়োগ করা হবে। বায়োলজিক্যাল সায়েন্স /ফিশারি সায়েন্স /অ্যানিমাল সায়েন্স /এগ্রিকালচারাল সায়েন্স /এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে প্রোজেক্ট অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হলে ফিল্ড অ্যাসিসট্যান্ট পদে আবেদন করা যাবে।
কীভাবে করবেন আবেদন
১২ মে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইকোলজিকাল স্টাডিজে বেলা ১২টা থেকে। আবেদনপত্র পূরণ করে, সম্পূর্ণ জীবনপঞ্জি, সব আসল মার্কশিট ও শংসাপত্র, প্রয়োজনীয় নথিপত্রর সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি, এক কপি সেলফ অ্যাটেসটেড করা ছবি আনতে হবে।