পাবলিক সার্ভিস কমিশন ৮১টি শূন্যপদে নিয়োগ করবে, কোন কোন পদে নিয়োগ?
Public Service Commission will appoint 81 vacancies, which posts?

The Truth of Bengal, মৌ বসু : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পাবলিক সার্ভিস কমিশন ৮১টি শূন্যপদে ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিসট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিসট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার ও অ্যাসায় অ্যাসিসট্যান্ট নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ মৎস্য দফতরের অধীনে। ২২ এপ্রিল থেকে অনলাইনে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট “https://psc.wb.gov.in” মারফত আবেদন করা যাবে। ১৩ মে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আর ১৪ মে পর্যন্ত অফলাইনে আবেদন করা যাবে।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে। বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও স্কিল টেস্ট মারফত যোগ্য চাকরিপ্রার্থী বাছাই করা হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদনমূল্য জমা দিতে হবে। তার জন্য কমিশনের ওয়েবসাইটে নজর রাখুন।