উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন
North Bengal University Junior Research Fellow Job Circular 2019

Truth of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। রসায়ন বিভাগে এএনআরএফ প্রকল্পের কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে।
মাসে ফেলোশিপ বাবদ ভাতা মিলবে ৩৭ হাজার টাকা করে। বাড়ি ভাড়া ভাতা মিলবে অতিরিক্ত। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি আর ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে। মহিলা চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, রসায়নে কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ১০ এপ্রিলের মধ্যে অনলাইনে ইমেইল আইডি ([email protected] বা [email protected]) মারফত আবেদন করতে হবে।
কভার লেটার, সম্পূর্ণ জীবনপঞ্জি, দশম শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সমস্ত প্রয়োজনীয় মার্কশিট ও শংসাপত্র, প্রয়োজনীয় নথিপত্র পিডিএফ ফরম্যাটে আপলোড করে ইমেইল মারফত অনলাইনে আবেদন করতে হবে।
ইমেইলের সাবজেক্ট লাইনে লিখতে হবে “Application for Junior Research Fellow under ANRF sponsored Project”.