
The Truth of Bengal, Mou Basu: রাজ্যের সব জেলায় গ্রামের বিভিন্ন লাইব্রেরি বা গ্রন্থাগারে “লাইব্রেরিয়ান” পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে আগামী ২৭ আগস্ট। গত জুন মাসে গ্রামীণ লাইব্রেরিতে ৭৩৮টি শূন্যপদে লাইব্রেরিয়ান হিসাবে নিয়োগের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছিল। এর লিখিত পরীক্ষা হবে আগস্টের শেষ রবিবার।
সব জেলার পরীক্ষা একইদিনে হবে। দেড় ঘণ্টার পরীক্ষা হবে। বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় সফল হলে কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে ৩ অক্টোবর। এরপর ১৩ অক্টোবর ইন্টারভিউয়ের কল লেটার দেওয়া হবে। চাকরিপ্রার্থী বাছাই করতে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
এরমধ্যে লিখিত পরীক্ষা ৫০ নম্বরের। লিখিত পরীক্ষায় থাকবে অ্যারিথমেটিক, সাধারণ জ্ঞান, ইংরেজি ও লাইব্রেরি সায়েন্স সংক্রান্ত প্রশ্ন। ওএমআর শিটে উত্তর দিতে হবে। মাল্টিপল চয়েজের প্রশ্ন থাকবে। অ্যাকাডেমিক ও পেশাগত যোগ্যতার জন্য ২০ নম্বর, কম্পিউটার পরীক্ষার জন্য ১০ নম্বর, ইন্টারভিউয়ের জন্য ১৫ নম্বর আর অভিজ্ঞতার জন্য ৫ নম্বর ধার্য করা হয়েছে।