চাকরি

টেরিটোরিয়াল আর্মিতে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন

Job opportunities in Territorial Army, how to apply

Truth Of Bengal: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। টেরিটোরিয়াল আর্মিতে চাকরির সুযোগ রয়েছে। প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। পুরুষ ও মহিলা, উভয়ের জন্য শূন্যপদ রয়েছে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মোট শূন্যপদ ১৯।

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা থাকতে হবে। চাকরিপ্রার্থীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। বয়স হতে হবে ১৮-৪২ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে। মাসিক বেতন মিলবে ৫৬,১০০-২,১৭,৬০০ টাকার মধ্যে। সঙ্গে অতিরিক্ত ভাতা।

১০ জুনের মধ্যে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট (https://www.indianarmy.nic.in) মারফত আবেদন করতে হবে। নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। ‘Officer Recruitment 2025’ লিঙ্কে ক্লিক করে নিজের ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সব তথ্য দিন। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। ৫০০ টাকা আবেদনমূল্য অনলাইনে জমা দিতে হবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও শারীরিক পরীক্ষার মাধ্যমে ১৮ জন পুরুষ ও একজন মহিলা চাকরিপ্রার্থীকে বাছাই করা হবে।

Related Articles