চাকরি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অফিস অ্যাসিসট্যান্ট নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Jadavpur University Office Assistant Recruitment, How to Apply

Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশ-বিদেশে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সমাদৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়। দৈনিক স্টাইপেন্ডের ভিত্তিতে অস্থায়ী ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অফিস অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২।

৭ এপ্রিলের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনমূল্য ৫০ টাকা। তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ৮ এপ্রিল ওয়াক ইন ইন্টারভিউয়ে হাজির হতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর স্টাডিজ ইন কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ওয়েলবিয়িং দফতরে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, দৈনিক ৫৫০ টাকা ভাতা মিলবে। কলা বিভাগ বা সমাজবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে ৩৫ বছরের মধ্যে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডেটা হ্যান্ডেলিং, গবেষণা, শিক্ষা, সুস্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত প্রোজেক্ট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Related Articles