চাকরি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিভিন্ন শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Indian Institute of Space Science and Technology Recruitment for Various Vacancies, How to Apply

Truth Of Bengal: মৌ বসু : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিভিন্ন শূন্যপদে ডেটা প্রসেসিং অ্যাসিসট্যান্ট প্লেসমেন্ট অফিসার ও ইঞ্জিনিয়ার (এইচপিসি) পদে নিয়োগ করা হবে। দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে মোট শূন্যপদ ৩টি। ৫ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির অফিশিয়াল ওয়েবসাইট “www.iist.ac.in” মারফত।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ডেটা প্রসেসিং অ্যাসিসট্যান্ট পদে মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা করে। প্লেসমেন্ট অফিসার পদে মাসে বেতন মিলবে ৫০ হাজার টাকা করে আর ইঞ্জিনিয়ার (এইচপিসি) পদে মাসে বেতন মিলবে ৪৫ হাজার টাকা করে। ডেটা প্রসেসিং অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। প্লেসমেন্ট অফিসার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই/বিটেক ডিগ্রি থাকতে হবে। মানবসম্পদে এমবিএ / ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ তথ্যপ্রযুক্তিতে বিটেক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

১৪ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। ৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রয়োজনীয় নথিপত্র, স্ক্যান করা সই, ছবি সমেত আবেদন করতে হবে।

Related Articles