চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বিরাট বিনিয়োগ লেদার কমপ্লেক্সে, হবে বিপুল কর্মসংস্থান
Huge investment in leather complex, huge employment

The Truth of Bengal: আবারো রাজ্যে শুরু হতে চলেছে বিপুল পরিমাণে কর্মসংস্থান সুযোগ। শিল্প সংক্রান্ত বৈঠকের পর এমনই খবর শোনালে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সম্প্রতি কলকাতায় লেদার কমপ্লেক্সে আরও বিনিয়োগ হতে চলেছে। সেখানে প্রায় দশ হাজার কোটি টাকার লগ্নে করা হবে বলে জানান তিনি। শতাধিক ট্যানারি ও জুতো তৈরির কারখানা তৈরি করা হবে। আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, কমপক্ষে ১৪৭ টি ট্যানারি ও ১৩৯টি জুতো তৈরির কারখানা তৈরি করা হবে। এর ফলে রপ্তানি ও বাড়বে। সব মিলিয়ে প্রায় সাড়ে সাত লক্ষ কাজের সুযোগ করার হচ্ছে কলকাতা লেদার কমপ্লেক্সে। এবং পরিকাঠামো যাতে আরো উন্নত হয় সেই দিকেও নজর রাখা হচ্ছে। এই খবর জানাজানি হতেই স্বাভাবিকভাবেই খুশি রাজ্যবাসীরা।
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী নেতৃত্বে শিল্প সংক্রান্ত একটি পর্যালোচনার বৈঠক করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলন রাজ্যের একাধিক শিল্পপতিরা। শিল্পপতিদের সাথে আলোচনা করে কলকাতায় লেদার কমপ্লেক্সের ‘কর্মদিগন্ত’কে আরো উন্নতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষত এখানে উৎপাদিত সামগ্রিক গুলি রপ্তানির দিকে নজর দেওয়া হচ্ছে। একই সাথে জন্মজাত জিনিসগুলো যেন ভালোভাবে বিক্রি হয়, তার জন্য আলিপুর হিট কই একটি মল তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের বৈঠকে। এছাড়াও এই দিন বৈঠকে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্ম দিগন্তে তৈরি হবে পানীয় জল সরবরাহের কেন্দ্র।
এই বৈঠক শেষ হওয়ার পর, সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৪৭৫ কোটি টাকা ব্যয় করে বিপুল ক্ষমতা সম্পন্ন পানীয় জলে সরবরাহের কেন্দ্র তৈরি করবে রাজ্য সরকার। এর ফলে আশেপাশে মানুষদের জলের চাহিদা মিটবে এই প্রকল্পের মধ্যে দিয়ে। তিনি জানেন, কর্ম দিগন্তে উৎপাদিত হওয়া সামগ্রীর প্রচুর চাহিদা। সেই কারণে আলিপুর মিউজিয়ামের সামনে হিডকো করে একটি লেদার ও কটেজ ইন্ডাস্ট্রি মল তৈরি করা হবে। এই মলে ৫০ শতাংশ সামগ্ৰী থাকবে শুধু লেদার কমপ্লেক্সের। আর বাকি ৫০ শতাংশ পণ্য বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে উৎপাদন হওয়ার সামগ্ৰিক।