চাকরি

দার্জিলিংয়ের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, স্বাস্থ্য দফতরে গ্রুপ ডি পদে বহু সংখ্যক নিয়োগ

Good news for Darjeeling job seekers, health department has lots of recruitment for group D posts

Truth Of Bengal: Mou Basu: উত্তরবঙ্গের জেলা দার্জিলিংয়ের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দফতরে একাধিক শূন্যপদে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে বলে এরমধ্যেই চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন পদে সম্পূর্ণ চুক্তিভিত্তিক চাকরিতে শুধু অনলাইনে আবেদন করা যাবে। ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট “www.wbhealth.gov.in/onlinerecruitment” মারফত অনলাইনে আবেদন করা যাবে।

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২৮ অক্টোবর মধ্যরাত। আবেদনমূল্য জমা দেওয়া যাবে ৫ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। অনলাইনে আবেদন করার আগে সমস্ত প্রয়োজনীয় নির্দেশিকা ভালো করে পড়ে নিতে হবে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। নেটব্যাঙ্কিং, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড মারফত অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়া যাবে। প্রাথমিকভাবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত চাকরির মেয়াদ থাকবে। কাজের দক্ষতা ও আর্থিক তহবিল অনুযায়ী চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে।

কোন কোন পদে নিয়োগ

১) কুক কাম কেয়ারটেকার পদে আবেদনের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। মহিলা চাকরিপ্রার্থীরাই আবেদনের যোগ্য। স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৮ হাজার টাকা করে।

২) ল্যাব টেকনিশিয়ান পদে আবেদন করতে হলে ন্যূনতম বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি করতে হবে। বেসিক কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে প্রাথমিক ভাবে ধারণা থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে।

৩) অ্যাটেন্ডেন্ট পদে আবেদনের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৫ হাজার টাকা করে।

৪) এএনএম ওএসটিসি পদে আবেদনের জন্য এএনএম, ডিপ্লোমা ইন নার্সিং, বিএসসি নার্সিংয়ে ডিগ্রি থাকতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে।

বিশদ তথ্যের জন্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সমস্ত শূন্যপদে নিয়োগ করা হবে গোর্খা টেরিটোরিয়াল আর্মির অধীনে।

Related Articles