চাকরি

বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় বিডিও দফতরে ৩২টি শূন্যপদে নিয়োগ

Job News

The Truth of Bengal,Mou Basu: উত্তর ২৪ পরগনা আর পূর্ব বর্ধমান, দক্ষিণবঙ্গের ২ জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পূর্ব বর্ধমানের বর্ধমান-১ বিডিও দফতরে ব্লক স্তরের অ্যাসিসট্যান্ট আর ব্লক স্তরের সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। ২টি শূন্যপদে নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২০ ডিসেম্বর ওয়াক ইন ইন্টারভিউ হবে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ৩০টি। ২৬ ডিসেম্বরের মধ্যে বারাসাতে জেলা শাসকের দফতরে গ্রুপ সি এস্টাবলিশমেন্ট সেলের দফতরে গিয়ে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরে ওয়াক ইন ইন্টারভিউয়ের তারিখ জানানো হবে।

একমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাই আবেদন করতে পারবেন। পূর্ব বর্ধমানের বর্ধমান-১ ব্লকের মহকুমা শাসকের দফতর থেকে জারি করা চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি দফতরে অ্যাকাউন্ট্যান্ট ও সুপারভাইজার পদে কাজ করা ব্যক্তিরাই ব্লক স্তরের সুপারভাইজার ও অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার করতে পারতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর। ব্লক স্তরের অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে মাসে বেতন মিলবে ১১ হাজার টাকা করে। ব্লক স্তরের সুপারভাইজার পদে মাসে বেতন মিলবে ১০ হাজার টাকা করে। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউয়ের সময় বায়োডেটা, অ্যাডমিট কার্ড, পিপিও/পেনশনের নথিপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ মার্কশিট ও শংসাপত্র, ভোটার কার্ড ও আধার কার্ডের প্রতিলিপি ও আসল, নিজের সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি ২ কপি ও আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে বিডিও পূর্ব বর্ধমানের অফিশিয়াল ওয়েবসাইট “purbabardhaman.nic.in” থেকে। ২০ ডিসেম্বর ইন্টারভিউ হবে বিডিও বর্ধমান-১ উন্নয়ন ব্লক কামনারা, মির্জাপুর, পূর্ব বর্ধমানে।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার জেলা শাসকের দফতর থেকে জারি করা চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক বছরের জন্য চুক্তিভিত্তিক গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। একমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন। অফলাইনে সরাসরি ২৬ ডিসেম্বরের মধ্যে বারাসাতে জেলা শাসকের দফতরে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে। ২০২৪ সালের ২৪ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ১০ হাজার টাকা করে। জেলা শাসকের দফতরের ওয়েবসাইট “www.north24parganas.gov.in” থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। তারপর তা পূরণ করে জমা দিতে হবে ২৬ ডিসেম্বরের মধ্যে। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে পিপিও’র প্রতিলিপি, ভোটার কার্ডের ও আধার কার্ডের প্রতিলিপি, সরকারি কাজ থেকে রিলিজ অর্ডারের প্রতিলিপি। সমস্ত নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে।

Related Articles