চাকরি

আইটিবিপিতে অ্যাসিসট্যান্ট কম্যান্ডান্ট নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Assistant Commandant Recruitment in ITBP, How to Apply

Truth Of Bengal: মৌ বসু: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। টেলিকমিউনিকেশন শাখায় ৪৮ জন অ্যাসিসট্যান্ট কম্যান্ডান্ট নিয়োগ করবে ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ বাহিনী বা আইটিবিপি। পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন। ৪৮টি শূন্যপদের মধ্যে জেনারেল ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১৩ আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিকস বা ইলেকট্রিক্যাল শাখায় ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারির নিরিখে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। তপশিলিরা বয়সে ৫, ওবিসিরা বয়সে ৩ আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা বয়সে ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সেনাকর্মীরাও বয়সে ছাড় পাবেন। মাসে বেতন মিলবে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা করে।

কীভাবে করবেন আবেদন

অনলাইনে আবেদন করতে হবে ২১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট (https://recruitment.itbpolice.nic.in) মারফত। লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা, দৈহিক মাপজোক আর ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

Related Articles