IPL 2024

উইল জ্যাকসের ধামাকাদার সেঞ্চুরিতে মাত গুজরাট

Will Jacks smashes Gujarat to a blistering century

The Truth of Bengal : রবিবার আমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আরসিবি অধিনায়ক ডুপ্লেসি গুজরাটকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৪৫ রান তোলে। আউট হয়ে ডাগ আউটে ফিরে যান অধিনায়ক শুভমন গিল ও উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। এরপর ২৪ বলে ৫০ রান করেন শাহরুখ খান। তিনি অর্ধশতরান করতে ৩টে চার এবং ৫টি ছক্কা মারেন। কিন্তু, নিজের ৩০ বলের মাথায় ৫৮ রান করে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান শাহরুখ। মাত্র ৩৪ বলে অর্ধশতরান করেন সাই সুদর্শন। ৫টা বাউন্ডারি এবং ২টো ছয় মারেন তিনি। ডেভিড মিলারের সঙ্গে পার্টনারশিপ করে সুদর্শন ২০ ওভারে ৩ উইকেটে গুজরাটকে পৌঁছে দেন ২০০ রানে।

উইল জ্যাকসের ধামাকাদার সেঞ্চুরি দেখল দর্শকরা। মূলত বিরাট ও উইল জ্যাক্স দুই তারকার ব্যাটিং তাণ্ডবে দিশাহারা দেখাল গুজরাটের বোলারদের। মাত্র ১৬ ওভারেই ২০০রানের টার্গেট টপকে যায় কোহলিরা।

রান চেজ করতে নেমে পাওয়ার প্লেতে ডু’প্লেসিস আউট হলেও আরসিবির ‘ব্যাটিং পাওয়ার’ দেখল এদিনের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। রান তাড়া করতে নেমে আরও একবার ৫০ রানের গণ্ডি পেরলেন বিরাট। উলটো দিক থেকে পালটা মার দিলেন উইল জ্যাক্সও। ১৬তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করলেন। সেই সঙ্গে পূরণ করলেন নিজের সেঞ্চুরিও। চার ওভার বাকি থাকতেই ম্যাচ নিজের পকেটে পুরল আরসিবি। রবিবার ম্যাচ জিতে প্লে অফের আশা যেমন বাঁচিয়ে রাখল ফ্যাফ ডুপ্লেসিরা তেমনি ঘরের মাঠে পয়েন্ট খুঁইয়ে প্লে অফের ওঠার অঙ্কটা অনেক কঠিন হয়ে গেল ২০২২-এর চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে।

Related Articles