
The Truth of Bengal: শুক্রবার থেকে আইপিএলের নতুন মরশুম শুরু হতে চলেছে। আইপিলের পারদ সূচি প্রকাশের পর থেকেই চড়তে শুরু করেছে। এরই মধ্যে ক্রিকেট প্রেমীদের ঢল নেমেছে টিকিট লাইনে। ট্রেনে বাসে সব জায়গায় এখন একটাই আলোচনার বিষয় সেটা হল আইপিএল। ভারতের জম্মু-কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত এবং মহারাষ্ট্র, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ, মনিপুর পর্যন্ত সারা ভারত জুড়ে আইপিএলের উত্তেজনা চারিদিকে ছড়িয়ে পড়েছে।এক কথায় বলতে গেলে সারা ভারত বর্ষ আইপিএল জ্বরে কাবু হয়েছে। এরই মধ্যে বিভিন্ন ম্যাচের টিকিট চাহিদা তুঙ্গে। ভারত ইতিমধ্যেই ভাগ হয়ে গেছে। শুধু চেন্নাই, মুম্বাই, কলকাতা বা বেঙ্গালুরু নয় বরং গুজরাট, লখনউ,দিল্লী, হায়দ্রাবাদ, পাঞ্জাব, রাজস্থান সব দল নিয়ে মানুষ নিজেদের মধ্যে ভাগ হয়ে গেছে।
এই দল নিয়ে বন্ধুদের মধ্যে আলোচনা তর্ক-বিতর্ক জোর লেগেছে তা বলাই যায়। কেউ বলে সিএসকে সেরা কেউ আবার আরসিবি আবার কেউ মুম্বাই বা কলকাতা কে সেরা বলে। ভারতবর্ষে সামনেই লোকসভা নির্বাচন, আইপিএল সেই লোকসভা নির্বাচনের সঙ্গে পাল্লা দিচ্ছে সমানে সমানে। মোটকথা যেকোনো মুহূর্তে আইপিএল লোকসভা নির্বাচনকে টিআরপি এর দিক থেকে হারিয়ে দিতে পারে। বিশ্বকাপের পর আইপিএল ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় মঞ্চ। এমনকি অর্থে ঢাকা এই লিগে খেলা প্রত্যেক ক্রিকেটারদের কাছে স্বপ্ন। আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারলে ক্রিকেট দুনিয়ার বড় তারকা হওয়ার সবচেয়ে বড় সুযোগ হাতছানি দেয়।
সবচেয়ে বেশি দেখা সমস্ত লিগ গুলির মধ্যে অন্যতম বৃহত্তম লিগ। বিশ্বের সবচেয়ে দামি লিগ গুলির মধ্যেও অন্যতম এই আইপিএল। এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে ২৩শে মার্চ মানুষের ঢল নামতে চলেছে। মুখোমুখি হতে চলেছে মাহির সিএসকে বনাম কোহেলির আরসিবি। এই ম্যাচে নিয়ে মানুষ প্রতিবছর অপেক্ষায় থাকে। ভারতে অন্যতম সেরা ক্যাপ্টেন বনাম এই দশকের সেরা খেলোয়াড়। আইপিএলকে কেন্দ্র করে উদ্বোধনের আয়োজন করেছে বিসিসিআই। সন্ধ্যে ৬:৩০ মিনিট থেকে উদ্বোধন শুরু হবে। উদ্বোধনে গান গাইবেন সনু নিগাম, এ আর রহমান, এছাড়াও থাকবেন বলিউড তারকা অক্ষয় কুমার, টাইগার শ্রফ। এছাড়াও থাকবে নামী সুইডিশ ডিজে তারকে ডিজে আক্সওয়েল। ম্যাচ শুরু হবে সন্ধ্যে ৭:৩০ মিনিটে।