IPL 2024

ভুলবশত দলে নেওয়া খেলোয়াড়ই জয়ের নায়ক

The player chosen by mistake is the hero of the victory

The Truth Of Bengal : যে খেলোয়ারকে দলে নিতে গিয়ে নানান রকম আলোচনা, বিতর্ক হয়েছিল। সেই খেলোয়াড়ই এবার জয়ের নায়ক হয়ে উঠলেন। ঢুকতে থাকা পাঞ্জাব কিংস কে যেন কাদের কিনারা থেকে উদ্ধার করলেন শশাঙ্ক সিং । ২৯ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ও নির্বাচিত হয়েছেন শশাঙ্ক।

আইপিএল মানেই যে রেকর্ড আছে তা ভেঙ্গে নতুন রেকর্ড গড়া।  কোনো  দল যখন রেকর্ড করে নজির গড়ছে ঠিক তার পরের মুহূর্তেই অন্য দল তা ভেঙে দিচ্ছে, এককথায় রোমাঞ্চে  ভরা এই টি-টোয়েন্টি ক্রিকেট। আইপিএলে কখন যে কি হয় তা বলা মুশকিল ঠিক যেমন যে খেলোয়ারকে ভুলবশত নেওয়া হয়েছে বলে আক্ষেপ ছিল পাঞ্জাব কিংসের,  সেই খেলোয়াড়ই হয়ে উঠলেন দলের জয়ের নায়ক।  শশাঙ্ক যখন নেমেছিলেন , তখন ৭০ রানের চার উইকেট হারিয়ে ধুকছিল পাঞ্জাব । সেই পরিস্থিতি থেকে অনবদ্য ইনিংসে দলকে যেন খাদের কিনারা থেকে টানলেন শশাঙ্ক। ২৯ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন শশাঙ্ক শুধু তাই নয় এই ম্যাচে সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ৩২ বছর বয়সী এই খেলোয়ার কে নিয়ে নিলামের পর কম কথা হয়নি, পাঞ্জাব তাকে কেনার পর দলে নিতে অস্বীকার করে।  যদিও পাঞ্জাব পরে জানায় এই খেলোয়াড় পরিকল্পনাতেই ছিলেন, যদিও পরে  বিতর্ক কমেনি , এবার শশাঙ্ক  সব আলোচনার উর্ধে উঠলেন । প্রমাণ করলেন  নিজেকে।

তিনি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার এই ম্যাচে প্রমাণিত হলো । তার ক্রিকেটীয় দক্ষতাকে তিনি প্রমাণ করলেন । এর আগে আরসিবির বিরুদ্ধে একুশ রানের যে ইনিংস খেলেছিলেন তা নজর কেড়েছিল দর্শকদের আর এবার যেভাবে তিনি অর্ধশতরান  করলেন তাতে তিনি একেবারে সাড়া  ফেলে দিয়েছেন। শশাঙ্ক সিং এখনো  ৫৮ টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।  করেছেন মোট ৭৫৪ রান।

Related Articles