IPL 2024

শ্লো রান রেট! তাই পেনাল্টি দিতে হল মুম্বাই অধিনায়ক হার্দিক’কে

The Truth Of Bengal: ‘আইপিএল ১৭’ মরসুমের প্রথম দিক থেকেই হার্দিক পাণ্ড্য’র সময় বড্ড খারাপের মধ্যে দিয়েই যাচ্ছিল। আর সেই খারাপ সময় গুলো এখনও পিছু ছাড়তে নারাজ এই অলরাউন্ডার প্লেয়ারের। একের পর এক ধাক্কার মধ্যেই কিছুটা ভালো সময় এলেও আবারও বিসিসিআই এর তরফ থেকে পাণ্ড্য’কে দেওয়া হল এক বড় শাস্তি।

বৃহস্পতিবার মুল্লানপুরে পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ানস এর খেলায় শ্লো রান রেট বজায় রাখার জন্য ১২ লক্ষ্য টাকা জরিমানা দিতে হল হার্দিক’কে। অত্যন্ত রোমাঞ্চকর জয়ের পরেই আইপিএল মরসুমের প্রথম বার এই জরিমানা ধার্য করা হয় অধিনায়ক’কে। দু-ওভারের অসম্ভব চাপ থেকে উঠে ১৯২ রানকে সম্পূর্ণ করে তৃতীয় বারের জন্য জয় লাভ করে ব্লু আর্মি। এদিন বিসিসিআই এর তরফ থেকে দেওয়া এক বয়নে বলা হয়েছিল যে, “যেহেতু এটি আইপিএলের ন্যূনতম ওভার-রেট অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে মৌসুমে তার দলের প্রথম অপরাধ ছিল, পান্ডিয়াকে 12 লাখ রুপি জরিমানা করা হয়েছিল।” যদিও সূত্রের খবর হার্দিক ইতিমধ্যেই সেই জরিমানা মিটিয়েছেন।

পাণ্ড্য এদিনের ম্যাচ শেষে বলেছিলেন যে, এক চূড়ান্ত উত্তেজনায় ভরপুর একটা ম্যাচ ছিল। সবার ধৈর্য্য দেখা গিয়েছিল এদিন। এটা ন্যাচারাল যে সবাই নিজেদের আগে মনে করবে! তবে আইপিএল এটা শিখিয়েছে যে বিরোধীরা কীভাবে আবারও ফিরে আসা যায়।”

Related Articles