IPL 2024
Trending

চেন্নাই এর হারের জন্য দায়ী ঋতুরাজের অধিনায়কত্ব!”- মিচেল ভন, কেন বলছেন তিনি একথা?

The Truth Of Bengal Desk: শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছে চেন্নাইকে। এবার এই হারের পিছনে ঋতুরাজ গায়কোয়াডের অধিনায়কত্বকে দায়ী করেছেন প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন মিচেল ভন। হার্ড হিটার ধোনিকে পরে ব্যাট করতে পাঠানো নিয়ে রীতিমতো সরব হয়েছেন তিনি।
সম্প্রতি প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন জানান, ‘আমি কিছুতেই বুঝতে পারছি না কেন ধোনিকে আগে ব্যাট করতে পাঠানো হচ্ছে না। ওকে তো অনেক আগেই ব্যাট করতে পাঠানো উচিত ছিল। তা না করে হায়দরাবাদের ম্যাচে ধোনি যখন ব্যাট করতে নামল তখন ম্যাচের মাত্র তিন বল বাকি রয়েছে।‘ একই প্রতিধ্বনি শোনা গিয়েছে ভারতীয় দলের প্রাক্তন সদস্য ইরফান পাঠানের মুখে। তাঁর মতে, যেখানে হায়দরাবাদের কাছে ভুবনেশ্বর কুমার, জয়দেব উন্নাকাটের মতো ব্যাটসম্যান রয়েছে সেখানে মহেন্দ্র সিং ধোনিকে অনেক আগে নামানো প্রয়োজন ছিল। ধোনি এই ধরনের বোলারদের ভালো করে সামলাতে পারতেন।

Related Articles