IPL 2024

ম্যাচ জিতে সেলিব্রেশনে পাঞ্জাব কিংস

Punjab Kings celebrate after winning the match

The Truth Of Bengal : গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২০০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নামে পাঞ্জাব । জয়ী হন তারা । জঘন্য বোলিং করে  ম্যাচ হারলেন শুভমান গিলরা। পাঞ্জাব তাঁদের হারিয়ে দিল ৩ উইকেটে।  আর এই জয়ের পর সেলিব্রেশনে মেতে উঠে পাঞ্জাব কিংসের খেলোয়াড়রা। ড্রেসিং রুমে শিখর ধাওয়ান থেকে  শশাঙ্ক সিংহ প্রত্যেকেই মেতে ওঠেন। সেই ভিডিও এবার এক্সে পোস্ট করেছে পাঞ্জাব কিংস। ড্রেসিংরুমের জার্নি থেকে ক্রিকেটের ময়দান এই ভিডিওতে সবটাই তুলে ধরা হয়েছে। সঙ্গে কেক কেটে সেলিব্রেশন এবং একে অপরকে কেক মাখাচ্ছেন তাও ধরা পড়েছে ভিডিওতে। এই জয়ের সঙ্গে সঙ্গে পরবর্তী ম্যাচের ভাবনাও শুরু করে দিয়েছে পাঞ্জাব কিংস।

এই ভিডিওর শুরুতে দেখা গেছে দু দলের দুজন খেলোয়াড় কে একসঙ্গে । ছিলেন শিখর ধাওয়ান ও শুভমান গিল । দল আলাদা হলেও তাদের পরিচয় তারা খেলোয়াড় । এক সঙ্গে রয়েছেন দুজন । এই অনন্য ভিডিওর শেষেই দেখা গেছে কেকে কেটে সেলিব্রেশন।

 

Related Articles