IPL 2024খেলা

আউট বিতর্কে জরিমানা সঞ্জুর

Penalty imposed for out-of-controversy

The Truth Of Bengal : আইপিএলে দিল্লির কাছে হার রাজস্থানের। পয়েন্ট তালিকার শীর্ষস্থানে ওঠা হল না তাদের। কিন্তু ম্যাচ ছাপিয়ে শিরোনামে উঠে এসেছে সঞ্জুর আউট বিতর্ক। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ দেখিয়ে জরিমানা গুনলেন স্যামসন। তার আউটের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ সময় কথা বলতে দেখা গেছে তাকে। এতে আইপিএলের কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে জরিমানা করা হয়েছে স্যামসনকে। কোড অব কন্ডাক্ট অনুসারে ২.৮ অনুচ্ছেদের লেভেন ওয়ান ধারা ভঙ্গ করেছেন স্যামসন। যে কারণে তাকে ম্যাচ ফ্রি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচের ১৬তম ওভারে মুকেশ কুমারের বলে বাউন্ডারির সীমানায় শাই হোপের ক্যাচে আউট হন স্যামসন।

হোপ ক্যাচটি বাউন্ডারির খুব কাছ থেকে ধরেন এবং হোঁচট খান। তার পা বাউন্ডারি স্পর্শ করেছে কি না তা স্পষ্ট বোঝা না গেলেও তৃতীয় আম্পায়ার মাইকেল গফ হোপ ক্যাচটি সঠিকভাবে তালুবন্দী করেছেন এবং আউট ঘোষণা করেন। তারপরই অন-ফিল্ড আম্পায়ারদের সাথে লম্বা সময় কথা বলেন রাজস্থানের অধিনায়ক। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তার আউট নিয়ে তাই স্বাভাবিকভাবেই হচ্ছে আলোচনা। স্যামসন আউট হওয়ার আগে তার কাঁধেই ঝুলছিল রাজস্থানের ভাগ্য। যেখানে ম্যাচ জিততে তাদের প্রয়োজন ছিল ২৭ বলে ৬০ রান। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি রাজস্থান। সমর্থকদের একাংশ ক্ষিপ্ত আম্পিয়ারের ভূমিকা নিয়ে। তাদের মতে এ ধরনের নিম্নমানের আম্পেয়ারিং আইপিএলের নাম খারাপ করছে। প্রযুক্তির ব্যবহার এসে মাঠে আম্পায়ারদের ভূমিকা অনেকটাই কমেছে। তাও কিভাবে আউট বিতর্ক এড়ানো যাচ্ছে না সেই প্রশ্ন তুলছেন অনেকে।

Related Articles