ব্যাট–বলে দুর্দান্ত নারাইন, টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই ওয়েস্ট ইন্ডিজ দলে
Narine, who is great in bat-ball, is not in the West Indies team in the T20 World Cup

The Truth Of Bengal : চলতি আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা কার? প্রশ্নের উত্তরে উঠে আসবে সুনীল নারাইনের নাম। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নাইট ব্রিগেডে সবচেয়ে বেশি উইকেট শিকারি ও সুনীল নারাইন।অথচ আগামী মাসে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না নারাইনকে। ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ছন্দে থাকা খেলোয়াড়টিকে ছাড়াই নিজেদের দেশে বিশ্বকাপ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
নারাইন আইপিএল খেলছেন ২০১২ সাল থেকে। এখন পর্যন্ত একটা দলেই—কলকাতা নাইট রাইডার্স। শুরুর দিকে খেলতেন শুধুই বোলার হিসেবে। কিন্তু গত কয়েক বছরে বের করে এনেছেন নিজের ব্যাটিং–সত্তাও। ওপেনিং করছেন নিয়মিত। তবে টপঅর্ডারে নিয়মিত খেললেও সেঞ্চুরি ছিল না এত দিন। এবারের আসরে সেই শূন্যতা ঘোচান কলকাতায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলে। সেঞ্চুরি না পেলেও রানে আইপিএলের অনেক বড় তারকাকেই পেছনে ফেলে দিয়েছেন নারাইন। তাঁর ১১ ম্যাচে ৪৬১ রান এই মুহূর্তের টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। সামনে শুধু বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়। ছক্কার সংখ্যায় অবশ্য নারাইনের ওপরে কেউ নেই।
এখন পর্যন্ত ৩২টি ছয় এসেছে নারাইনের ব্যাট থেকে।পারফরম্যান্স বলছে, নারাইনেরও বিশ্বকাপ দলে থাকাটা প্রাপ্য। কিন্তু নিজেই তিনি থাকছেন না। আইপিএলে নারাইনের একেকটি দুর্দান্ত পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের আক্ষেপই হয়তো বাড়াবে! হয়তো মনে মনে তাঁরা বলে উঠবেন ইশ্, ব্যাট–বলে দুর্দান্ত এই নারাইনকে যদি পেত ওয়েস্ট ইন্ডিজ!