
The Truth Of Bengal : পাঁচ ম্যাচে মাঠের বাইরে থাকা খেলোয়াড় ব্যাট করতে নেমেই একেবারে হইচই ফেলে দিলেন । তিন নাম্বারে নেমে তাঁর ৩৫ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ম্যাকগার্ক । খাদের কিনাড়া থেকে কার্যত দিল্লিকে উদ্ধার করলেন তিনি ।
আইপিএলের আগেই বেশ ধাক্কা দিল্লি ক্যাপিটালসে । সব দল যখন চূড়ান্ত প্রস্তুতি পর্বে ছিল তখন দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড় লুনগি এনগিডি নাম প্রত্যাহার করে নিয়েছিলেন । এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখেছে গোটা দল । অবশেষে লুনগির পরিবর্তে যে খেলোয়াড় কে নেওয়া হয়েছিল সেই তরুণ খেলোয়াড়্ই দিল্লির অন্যতম ভরসার জায়গায় উঠে এলেন । অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার ফ্রেজার ম্যাকগার্ক অভিষেক ম্যাচে একেবারে হইচই ফেলে দিয়েছেন। তিন নাম্বারে নেমে তাঁর ৩৫ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছে ৬ উইকেটে। এই খেলোয়ার যাকে প্রথম পাঁচ ম্যাচ মাঠের বাইরে বসিয়ে রাখা হয়েছিল সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন । দিল্লি ক্যাপিটালসে জ্যাক ফ্রেজারকে ৫০ লাখ টাকার বেস প্রাইসে দলে নিয়েছে। ১১ বল বাকি থাকতে তার সৌজন্যেই ৬ উইকেটে ম্যাচ জিতল দিল্লি । একপ্রকার খাদের কিনারা থেকে দিল্লিকে টানলেন জ্যাক। এই ম্যাচটা জেতা দিল্লির ক্ষেত্রে খুব দরকার ছিল না, হলে প্লে অফের রাস্তা আরো কঠিন হয়ে যেত। ফলত এখন তাদের পথ সুগম হলো বলেই মত বিশেষজ্ঞ মহলের ।
এদিনের এই ম্যাচ দেখে বিশেষজ্ঞরা মন্তব্য করছেন লখনৌ সুপার জায়ান্টসের এর কোন বোলারকেই তিনি একেবারে রেয়াত করেননি। মাঠের বাইরে যাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময় , মাঠে এসে নিজের জাত চেনালেন ২২ বছর বয়সী তরুণ খেলোয়াড়। দুটি চার ও পাঁচ ছক্কায় সাজানো তাঁর ইনিংস। চলতি বছরে অস্ট্রেলিয়ার জার্সিতে জাতীয় দলের সুযোগ হয়েছে ৬২ ফ্রেজারের ।