IPL 2024

ম্যাচের শেষে কান্নায় ভেঙে পড়লেন কোহলি

Kohli broke down in tears at the end of the match

The Truth Of Bengal :  চলতি বছরের আইপিএল – এ ষষ্ঠ ম্যাচ হারার পর হতাশার ছাপ দেখা গেলো কিং কোহলির মুখে। সোমবার সানরাইজার্সের সঙ্গে লড়াইয়ে ২৫ রানে পরাস্ত হওয়ার পর জল দেখা গেল তার। মরিয়া হয়ে লড়াই করার পরও শেষ রক্ষা না হওয়ায় এক অন্য রূপে দেখা গেল প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে।

আইপিএল 2024-এ একের পর এক পরাজয়ের সম্মুখীন হয়েছে আরসিবি। সোমবার সানরাইজার্সের মুখোমুখি হয়ে চরম লড়াইয়ের পরও ২৫ রানে পরাস্ত হয় ডু প্লেসির দল।দীনেশ কার্তিকের অনবদ্য ব্যাটিংয়ের পরও শেষ রক্ষা হয়না আরসিবির। পর পর একের পর এক ম্যাচ হারায় চরম হতাশার ছাপ দেখা যায় বিরাট কোহলির মুখে। ম্যাচের শেষে জলের ধারা দেখা যায় তার চোখে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় আকাশের দিকে তাকিয়ে আছেন কিং কোহলি। দলের পরাজয় মেনে নিতে পারেননি তিনি।২৬২ রান করার পরও পরাজিত হওয়ার পর স্বাভাবিক ভাবেই একই হতাশার ছাপ দেখা যায় পুরো দলের মুখে।

Related Articles