৪ রানে হায়দ্রাবাদকে হারাল নাইটরা, ফ্লপ স্টার্ক, জ্বলে উঠল রাসেলের ব্যাট
Knights beat Hyderabad by 4 runs, Starc flops, Russell's bat catches fire

The Truth Of Bengal: জমে গেল আইপিএল ২০২৪। শনিবাসরীয় মায়াবী ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৪ রানে হারিয়ে দিল শাহরুখের কেকেআর। একধিক টুইস্ট এবং টার্নে ভরপুর ছিল নাইটদের প্রথম ম্যাচ।
শনিবাসরীয় আইপিএল একেবারে জমজমাট ছিল । ৪ রানের ব্যবধানে জিতে যায় কেকেআর। সমর্থকদের মধ্যে দারুন উদ্দীপনা উৎসাহ লক্ষ্য করা যায়। যদিও প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন সমর্থকেরা । জানতেন কেকেআর জিতবে। কারণ কাল মাঠে ছিল শাহরুখ খান। তাছাড়া বাড়তি পাওনা গৌতম গম্ভীর। তার নেতৃত্বে দল জিতবেই ; জানেন সমর্থকেরা। এদিন কলকাতার ফলাফল দাঁড়ায় ২০৮ রানে ৭ উইকেট । অপরদিকে হায়দ্রবাদের ফলাফল দাঁড়ায় ২০৪ রানে ৭ উইকেট। ৪ রানের ব্যবধানে জিতে যায় কেকেআর। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রেয়সরা। কিন্তু, ফিল সল্টের মারকাটারি ব্যাটিং ছাড়া প্রথম থেকেই উইকেট খুঁইয়ে ধুঁকতে থাকে কলকাতা নাইট রাইডার্স। ফিল সল্ট ৩৮ বলে অর্ধ শতরানের বেশি এগোতে পারে না তাঁর ইনিংস। সবাই যখন ভেবে নিয়েছিল অল্প রানে গুটিয়ে যাবে নাইটদের ইনিংস। তখনই জ্বলে ওঠেন ক্যারাবিয়ান তারকা আন্দ্রে রাসেল।
বসন্তের কলকাতায় হঠাৎ-ই ছক্কা বৃষ্টি নেমে আসে রাসেলের কৃপায়। রাসেলের একপেশে মারে উড়তে থাকে বল গ্যালারিতে। মোট ৭টা ছয় ও ৩টে চারের সাহায্য নিজের ইনিংস সাজান আন্দ্রে রাসেল। উল্টো দিকে রাসেলকে যোগ্য সহায়তা করে নাইটদের নয়নের মনি রিঙ্কু সিং। শেষ ওভারে ২৩ রানে রিঙ্কু আউট হলেও শেষপর্যন্ত ২৫ বলে ৬৪ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন ম্যাচের সেরা রাসেল। এবং ততক্ষণে স্কোরবোর্ডে নাইটরা ২০ ওভারে তুলে ফেলেছে ২০৮। শেষ ওভারে জেতার জন্য হায়দ্রাবাদের দরকার ছিল মাত্র ১৩ রান। এখানেই শেষ নয়, অপেক্ষা করছিল এই রুদ্ধশ্বাস ম্যাচের অ্যান্টি ক্ল্যাইম্যাক্স। শেষওভারে বল করতে আসে হর্ষিত রানা। সামনে খতরনাক ক্লাসেন। প্রথমবলে ফের ৬ মারেন ক্লাসেন। ফলে জিততে দরকার ৫ বলে ৭ রান। ইডেনের সবাই যখন ধরে নিয়েছে ম্যাচ নিয়ে যাবে অরেঞ্জ আর্মি তখন ফের ম্যাচে আসে নতুন মোড়। অখ্যাত হর্ষিত ক্লাসেন ও শাহবাজকে আউট করে নাইটদের ম্যাচ উপহার দেয়।ঘরের মাঠে প্রথম ম্যাচে ২০০ রান করেও মাত্র ৪ রানে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় ২ পয়েন্ট অর্জন করে নেয় বলিউড বাদশার নাইটবাহিনী। তবে ম্যাচ জিতলেও স্টার্কের ফ্রম নিয়ে দুশ্চিন্তা শুরু হয়ে গেল কিন্তু নাইটশিবিরে।