
The Truth of Bengal: ২০১৫ সালের পর kkr কে হারাতে পারেনি আরসিবি শুক্রবারের ম্যাচে যেন সেই রিপিট টেলিকাস্ট চলল প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০০ বিরাশি রান করেছে আট থেকে। তবে শেষ পর্যন্ত জিতে যায় কেকেআর আর কেকেআরের এই জয়ের নেপথ্যে রয়েছেন সুনীল নারাইন , বেঙ্কটেশ আয়ার , অনুকূল রায় ।
বেঙ্কটেশ আয়ার ৩০ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনটি চার ও চারটি ছক্কা মারেন। অনুকূল রায় তিন মাস আবার গোটা ম্যাচে একটু ওভার বল করতে পেরেছেন ব্যাক করেননি তিনি তিনজন রয়েছেন তার মধ্যে অন্যতম এই অনুকূল রায় দু ওভারে ছয় রান দিয়েছেন এই খেলোয়াড় । সঙ্গে সুনীল নারাইন প্রথমে বল তারপর ব্যাটা হাতে নামেন । আর দুক্ষেত্রের সফল করেছেন আরসিবির বিরুদ্ধে ।
গোটা ম্যাচে প্রথম থেকেই কড়া মনোভাবে খেলেছেন কেকেআর খেলোয়াড়রা, তার ফলে এই ম্যাচে জয় । প্রথম ম্যাচে ঘরের ম্যাচে যেমন জয়লাভ করেছে কেকেআর। তেমন এই দিন দিনেও তারা খুব সহজেই জয়লাভ পেয়েছে।