IPL 2024খেলা

‘করব লড়ব জিতব রে ‘ মানসিকতায় KKR, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেকেআর শিবিরে

KKR with 'Karab Ladav Jitav Re' mentality, last minute preparations are going on in the KKR camp

The Truth Of Bengal: জমজমাট ২২ গজের লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন গোটা দেশের মানুষ । দোড়গোড়ায় আইপিএল। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেকেআর শিবিরে। সেই প্রস্তুতিতে গৌতম নিজে রয়েছেন ঠিক করে দিচ্ছেন রণ কৌশল।

কেকেআরের প্রতি সমর্থকদের আশা ফেরাতে ফের নতুন উদ্যমে ২২ গজে দেখা যাবে কেকেআর খেলোয়াড়দেরকে । দোড়গোড়ায় আইপিএল। তার আগে প্রত্যেক দলের নিত্য নতুন আপডেটে সরগরম সোশ্যাল সাইট । তবে তার মাঝেও বেশ প্রাকটিসে মনোযোগ রয়েছে সকল খেলোয়াড়দের।

ইডেন গার্ডেনে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন কেকেআর খেলোয়াড়রা। মেন্টর গৌতম গম্ভীরের নেতৃত্বে  চলছে শেষ পর্যায়ের  প্রাকটিস । রিঙ্কু সিং রা প্রাকটিসেই বেশ নজর কাড়ছে। ছক্কা হাঁকানোর চেষ্টাও করছেন খেলোয়াড়রা । গৌতম গম্ভীরের হাত ধরে সোনালী স্বপ্ন দেখতে শুরু করেছে কেকেআর কতৃপক্ষ। গৌতম নিজে দাঁড়িয়ে থেকে রণ কৌশল সাজাচ্ছেন। ট্রফির খরা কাটাতে বেশ ব্যস্ত  খেলোয়াড়রা । হাড্ডাহাড্ডি লড়াই ছাড়া ২২ গজের সূচাগ্র ছাড়তে নারাজ গৌতম গম্ভীর।

এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেছেন গৌতম । তার সময়ে ২ বার আইপিএল জিতেছে কলকাতর এই ক্লাব। প্লে অফে গেছে ৫ বার। সেই গৌতম গম্ভীর  শেষ মুহূর্তে খেলোয়াড় দের সঙ্গে রয়েছেন। ঠিক করে দিচ্ছেন রণকৌশল।

 

Related Articles