IPL 2024

প্রথম ব্যাটে আবারও দু’শো পার কেকেআর

KKR scored two runs again in the first bat

The Truth Of Bengal : ইডেনে প্রথম টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ফ্যাফ ডুপ্লিসি’রা। এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবুজ পরিবেশ রক্ষা করার বার্তা দিতেই সবুজ জার্সি পরে এই ম্যাচে খেলতে নামে। ফিল সল্ট অসামান্য শুরু করে। ১৪ বলে ৪৮ রান করর আউট হয়ে যান সল্ট। ৭টা চার ও ৩টি ছয় মারেন তিনি। কিন্তু মোহাম্মাদ সিরাজের বলে আউট হন তিনি। অপরদিকে চোটগ্রস্ত নারিন সেরকম কিছু করেননি। ১৫টি বল খেলে মাত্র ১০ করে যশ দয়াল কে নিজের উউকেটটা দিয়ে আসেন। উঠতি তারকা রঘুবংশীও এই ম্যাচে আশানুরূপ ফল কর‍তে পারেনি। মাত্র ৩ রান করে আউট হয়ে যান তিনি।

গ্রিনের অসামান্য ক্যাচের দৌলতে ফিরতে হয় তাঁকে। ক্যামরন গ্রিন ছন্দে ফিরতে থাকা ভেঙ্কটেশ আইয়ারকে ১৬ রানেই আউট করেন। পাওয়ার-প্লে’তে ৩টি উইকেট হারিয়ে ৭৫ রান করে নাইট শিবির। ১০ ওভার শেষে কলকাতার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১০৭ রান করে। রিঙ্কু সিং ১৬ বলে ২৪ করে আউট হন। ২টি চার ও ১টি ছয় মারেন তিনি। লকি ফার্গুসনের শট বল পুল খেলতে গিয়ে যশ দয়ালের হাতে ধরা পরে যান।

১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কেকেআর। ক্যাপ্টেন পারফরম্যান্স করেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৩৫ বলে ৫০ রান করেন তিনি। পরের বলেই গ্রিনের বলে ক্যাচ আউট হয়ে যান শ্রেয়স। রামানদ্বীপ-রাসেল জুটি ১৬ বলে ৪২ রানের ইনিংসে কলকাতা নাইট রাইডার্স ২২২ রান করে ৬ উইকেট হারিয়ে। বেঙ্গালুরুকে জয়ের জন্য প্রয়োজন ২২৩ রান।

Related Articles