IPL 2024

কালীঘাটে পুজো কেকেআর খেলোয়াড়দের

KKR players worship at Kalighat

The Truth Of Bengal :  ঘরের মাঠে আগামী ১৪ তারিখ খেলা রয়েছে কলকাতা নাইট রাইডার্স দলের। এবার সে কারণে দলের সব খেলোয়াড়রা চলে এলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। পুজো দিতে দেখা গেল দেখা গেল বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও অনুকূল রায়দেরকে । আর এই খেলোয়াড়দের কে দেখতে ভিড় ও  যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায় কালীঘাট মন্দির চত্বরে। কলকাতা নাইট রাইডার্স এর তরফ থেকে এক্সে খেলোয়াড়দের পুজো দেবার ভিডিও পোস্ট করা হয়েছে।

নাইটরা লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নামবে আগামী রবিবার ঘরের মাঠে । তার আগে এই পুজো দেওয়া । অধিনায়ক শ্রেয়স আইয়ার ও গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে নাইট বাহিনী একের পর এক ম্যাচে জয়ী হচ্ছে ‌ । প্রথম তিনটি ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক গড়েছিল কলকাতা নাইট রাইডার্স যদিও চতুর্থ ম্যাচে হারতে হয়েছে কেকেআর শিবির কে। মোটের উপর ২০২৪ আইপিএলে বেশ ভালো ফর্মে রয়েছে কেকেআর শিবির। আর সেই ফর্ম টাকে ধরে রাখতে ই এবার কেকেআর তারকাদের পুজো দেওয়া।

 

Related Articles