
The Truth Of Bengnal: একসময় চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল রবীন্দ্র জাডেজার । সেসব আজ অতীত। খেলায় মন দিয়েছেন তিনি। আইপিএলে এবার নজির গড়েছেন চেন্নাই সুপার কিংসের এই অলরাউন্ডার। সঙ্গে কেকেআরের বিরুদ্ধে ম্যাচেও তিনি জ্বলে উঠলেন । রবীন্দ্র জাডেজা চার ওভারে ১৮ রান নিয়ে তিনটি উইকেট দখল করেন। শুধু তাই নয় আইপিএলে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান ১০০ উইকেট এবং ১০০ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।
চেন্নাই সুপার কিংস এর তরফ থেকে এক্সে তার ছবি পোস্ট করা হয়েছে , সেই সঙ্গে লেখা হয়েছে ‘থালাপতি’। অর্থাৎ সেনাপতি বলা হয়েছে তাকে। এই উপাধি যে একটুও বাড়িয়ে বলা নয় তা স্পষ্ট। প্লেয়ার অফ দ্য ম্যাচ হ্ওয়ার পর তার হাতে উঠেছে ট্রফি। সেই ছবি এক্সে পোস্ট করা হয়েছে। কেকেআরের বিরুদ্ধে দুটি ম্যাচ তিনটি উইকেট নিয়ে নিজের এই রেকর্ড গড়লেন জাডেজা।
এই রেকর্ড করার পর তিনি বলেছেন সবসময়ই এই ধরনের উইকেটে বোলিং করতে তার ভালো লাগে। তিনি এখানে অনেকদিন ধরেই অনুশীলন করছেন বলে উল্লেখ করেছেন। এখানকার পরিবেশ পরিস্থিতি তার খুব ভালোভাবেই চেনা । তবে সিএসকের সমর্থকদের কাছে ‘থালা’ হিসেবেই পরিচিত জাড্ডু। থালা কথার অর্থ সেনা।