সমর্থকদের আবদার মেটাতে কতদূর যেতে পারেন মাহি ? ফ্যনেদের জন্য যা করলেন জানলে চমকে যাবেন !
How far can Mahi go to meet the demands of the fans? You will be surprised to know what he did for the fans!

The Truth Of Bengal : খেলোয়াররা নানান সময়ে সমর্থকদের আবদার মিটিয়ে থাকেন। সমর্থকেরা নানান ধরনের আবদার নিয়ে হাজির হন প্রিয় খেলোয়াড়ের কাছে। এবার ধোনিকে দেখা গেল ভিন্ন মেজাজে তার কাছে এসে ছবি তোলার আবদার করেছিলেন মাঠ কর্মীরা । ছবি তোলার সেই আবদার তিনি মিটিয়েছে। পায়ে কাফ মাসলে আইসপ্যাক বেঁধে ছবি তুললেন ধোনি ।
In the ground of memories!
#DCvCSK #WhistlePodu #Yellove
pic.twitter.com/QNcOdBFt74
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2024
আবদার মেটালেন মাঠ কর্মীদের। ১৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ধোনি । চেন্নাইয়ের মাঠে ম্যাচ শেষে বাউন্ডারি দিয়ে ঘুরছিলেন ধোনি , সেই মুহূর্তেই প্রিয় তারকাকে কাছে পেয়ে আবদার হাজির হোন মাঠকর্মীরা । হাসিমুখে তাদের আবদার মেটালেন ধোনি । টিম এদিন জিততে না পারলেও মন খারাপের মধ্যেই ধনী এই যে আবদার মেটানোর ভূমিকায় হাজির হলেন তা বেশ নজর কেড়েছেন । সমর্থকদের জন্য চেন্নাই সুপার কিংস এর তরফ থেকে সেই ছবি পোস্ট করা হয়েছে এক্সে।
গত বছরও ধোনি পায়ে আইস প্যাক বেঁধে ঘুরতেন কারণ তার হাঁটুতে চোট ছিল । এবছরও আইসপ্যাক বেঁধে ঘুরছেন ধোনি ।