IPL 2024

ঘরের মাঠে দিল্লি-কে হারানোই লক্ষ্য গুজরাটের

Gujarat's aim is to beat Delhi at home

The Truth Of Bengal :  গত ম্যাচে  রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিপক্ষে জিততে পারেনি। এদিকে গুজরাট জেতার পর তাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে কয়েক গুণ । দিল্লির বিরুদ্ধে আগামী ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে গুজরাট টাইটান্স।

আইপিএলের মরশুমে এক দল আরেক দলকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা জারি রেখেছে । গত ম্যাচে  গুজরাট টাইটান্সের বিপক্ষে জিততে পারেনি রাজস্থান রয়্যালস। আইপিএলে শুরুতে অথচ বেশ  দাপটেই ছিল রাজস্থান। সেই রাজস্থান-কে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে গুজরাট টাইটান্স।

আগামী ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ রয়েছে গুজরাটের। তার আগে এবার নেট প্র্যাকটিস শুরু করে দিল গুজরাট টাইটান্স খেলোয়াড়রা। তাদের প্র্যাকটিস থেকে স্পষ্ট যে লড়াই ছাড়া গুজরাট টাইটান্স  দিল্লি ক্যাপিটালস-কে একটুখানি মাটিটাও ছাড়বে না। প্রাকটিসে রাহুল তিওয়াতিয়া, কেন উইলিয়ামসনদেরকে অনেকক্ষন ব্যাটিং প্র‍্যাকটিস করতে দেখা যায় । সমর্থকদেরকে যাতে হতাশা নিয়ে বাড়ি ফির‍তে না হয় তার জন্য এই ম্যাচে জয়-এর জন্যই খেলতে নামবে শুভমন-রশিদেরা।

Related Articles