IPL 2024

কলকাতায় খেলা নিয়ে সংশয়, বদলে যাবে কি কেকেআরের সূচি ?

Doubts about the game in Kolkata, will KKR's schedule change?

The Truth Of Bengal : কেকেআরের ম্যাচ কলকাতায় হবে  মানেই কলকাতা বাসির জন্য আলাদা উত্তেজনা ।  পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন সেই ম্যাচ দেখার জন্য।   তখন রাজ্যের সব রাস্তা মিশে যায় ইডেনের সামনে গিয়ে । বহু সমর্থক আসেন নানান জায়গা থেকে ।

ফলত পুলিশের কাছেও ভিড় সামালনো বাড়তি চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। ঘরের মাঠে খেলা রয়েছে ১৭ই এপ্রিল । ঐদিন গোটা দেশজুড়ে পালিত হবে রামনবমী। কলকাতা পুলিশের তরফ থেকে  পর্যাপ্ত সংখ্যক বাহিনী মোতায়েন করা যাবে কিনা তা নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। ফলত , ম্যাচের দিনক্ষণ চেঞ্জ হওয়ার একটা সামান্য আশঙ্কা তৈরি হয়েছে।  সেক্ষেত্রে আইপিএলের সূচি পরিবর্তিত হতে পারে । দেশে  লোকসভা নির্বাচনের কারণে এবার দুদফায়  হয় সূচি ঘোষণা করা হয়েছে। শুধু দিন নয় ম্যাচের ভ্যেনুও সে ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে।

ম্যাচের জন্য বোর্ড ও  CAB এই বিষয়ে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। এবিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে  পরিবর্তন যে হতে পারে তা স্পষ্ট । ঘরের মাঠে ১৪, ১৭, ২১, ২৬, ২৯ এপ্রিল রয়েছে ঘরের মাঠে ম্যাচ। প্রথমে মনে করা হয়েছিল নির্বাচনের জন্য এবার আইপিএল বিদেশছ হতে পারে। না তা আর হচ্ছে না দ্বিতীয় দফার সূচি প্রকাশিত হয়ে গেছে। ঘরের মাঠে বেশ কয়েকটা ম্যাচ রয়েছে। সেই ম্যাচে ১৭ তারিখ নিয়ে এবার নতুন জট তৈরি হয়েছে।। সেই জট কাটাতে ব্যস্ত বিসিসিআই।

 

 

Related Articles