IPL 2024খেলা

আইপিএল শুরুর ২৪ ঘন্টা আগেই বদলে গেল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক

Chennai Super Kings captain changed before the start of IPL

The Truth of Bengal: আইপিএল শুরু হতে আর মাত্র ২৪ ঘণ্টা বাকি, তাঁর আগেই বদলে গেল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক, এই বছর আইপিলের চেন্নাই সুপার কিংসে নেতৃত্ব দেবে না ধোনি। চেন্নাইয়ের নতুন অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়। লোকসভা ভোটের উত্তাপ এবং আইপিএল এর উচ্ছাস, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আইপিএল শুরুর। প্রস্তুতি তুঙ্গে থাকলেও চেন্নাই সুপার কিংস এর হঠাৎই এই সিদ্ধান্ত কার্যত মাথা ঘুরিয়ে দিয়েছে সমর্থন দের। আইপিএল এর মাঠে চেন্নাই সুপার কিংস এর পরিবারে ধোনির অধিনায়কের পদে থালা যে আর বেশিদিন থাকবেন না তা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। তবে জল্পনা কার্যত পেছন ছাড়েনি দলের। উত্তরসূরি কে হবেন এবং দলের নতুন অধিনায়ক এর পদ কে পাচ্ছে? একাধিক নামের তালিকা থাকলেও এর আগেও যেহেতু ঘরোয়া ক্রিকেটে রুতুরাজের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার জন্যই কার্যত ভোটে রুতুরাজকেই এগিয়ে রাখা হয়েছিল এবং শেষমেশ সেই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়ে দলের নতুন অধিনায়ক এর পদ দেওয়া হয় গায়কোয়াড়কে।

অনেকেই ঘটনাটিকে ২০২২ এ হওয়া চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক বদলের সঙ্গে তুলনা করছেন। সে বছরও আইপিএল শুরুর ঠিক আগেই রবীন্দ্র জাডেজাকে ধোনি নিজের হাতেই দ্বায়িত্ব তুলে দেন। তবে সেই সিদ্ধান্তে সাফল্য পায়নি চেন্নাই সুপার কিংস। একটার পর এক ম্যাচ হারতে থাকে হলুদ বাহিনী। এবং আটটি ম্যাচ খেলার পর আবারও দলের অধিনায়কত্ব পদ দেওয়া হয় থালাকে। তবে এবছরেও কি শেষমেশ দ্বায়িত্ব নিতে হবে থালাকেই? নাকি রুতুরাজ পারবেন একজন সফল অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে থেকে এক নতুন ইতিহাস গড়তে?

তবে বিতর্ক এখানেই শেষ নয়, ফেসবুকে থালার একটি পোস্টকে ঘিরে জল্পনা দেখা যাচ্ছিল ক্রিকেট প্রেমিদের মধ্যে। যেখানে মাহি লিখেছিলেন,”নতুন মরসুম ও নতুন ভূমিকার জন্য অপেক্ষা করতে পারছি না। সঙ্গে থাকুন!” তবে এই মন্তব্যের জন্য অনেকে আগেই মনে করছিলেন যে বোধহয় মাহি এবছর আর থাকছেন না দলের অধিনায়কের পদে। তবে কি মাহি এবার ইয়েলো আর্মির মেন্টর পদেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চলেছে? গতবছরের আইপিএল’এ ধোনির খেলার পর মনে করা হয়েছিল যে এবছরই বোধহয় মাহির শেষ আইপিএল। তবে থালার প্রতি জনগণের ভালোবাসা বরাবরই ফিরিয়ে এনেছে ক্যাপ্টেন কুল’কে মাঠের ময়দানে এবং সাহসিকতার সঙ্গে পাঁচবার আইপিএল সেরার খেতাব পেতে। তবে এবছর রুতুরাজ এর দমে কি ছয় নম্বর কাপ পাচ্ছে চেন্নাই সুপার কিংস? তাই এখন দেখার।

Related Articles