IPL 2024
Trending

আইপিএল’এ দুজনের রানের মাত্রা একই, তবুও বিরাটকে নয় রিয়ান’কেই কেন দেওয়া হল ওরেঞ্জ ক্যাপ?

The Truth Of Bengal Desk: রিয়ান বরাবরই অনেক স্ট্রাগল করেছেন এই জায়গাটা অর্জন করতে। সেই কারণেই বোধহয় এই নতুন ওরেঞ্জ ক্যাপের খেতাব নিজের নামে করে নিলেন। এখনও পর্যন্ত মোট তিনটি ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস এবং তিনটে ম্যাচেই রিয়ান এর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতই। তিনটি ম্যাচ খেলে পরাগ মোট ১৮১ রান করেছেন। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলে ৪৩ রান করেছিলেন রিয়ান, দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থানের খেলায় অপরাজিত থেকে ৮৪ এবং মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ম্যাচে খেলার পর অপরাজিত ৫৪ রান করেন রিয়ান পরাগ। না আইপিএল’এর শুরুতেই এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে ক্রিকেট প্রেমিদের কাছে নিজের জন্য এক আলাদাই জায়গা করে নিয়েছেন তিনি।

তবে প্রশ্ন উঠেছিল এখানেই যে, রিয়ান এর সঙ্গেই সম সংখ্যক রান করেছিলেন বিরাট কোহিলি! তবে তাকে কেন দেওয়া হল না ওরেঞ্জ ক্যাপ? সেখানেই বলা হয়েছিল যে, দুজনের রানের সংখ্যা সমান হলেও দুজনের রানের মধ্যে স্ট্রাইকরেট ভালো ছিল রিয়ানের। যেখানে বিরাটের স্ট্রাইক রেট ছিল ১৪১, সেখান রিয়ানের স্ট্রাইক রেট ছিল ১৬০। এবং নিয়মানুসারে দুই প্লেয়ারের রানের সংখ্যা যদি সমান হয় সেক্ষেত্রে সেই দুই প্লেয়ারের স্ট্রাইক রেট দেখা হয়। এবং নিয়ম মেনেই রিয়ান’কে শেষমেশ দেওয়া হল ওরেঞ্জ ক্যাপ এর শিরোপা।

 

View this post on Instagram

 

A post shared by Rajasthan Royals (@rajasthanroyals)

এবং এই যোগ্যতা অর্জন করার পর তরুণ এই ক্রিকেটারকে তার মায়ের সঙ্গে আবেগপ্রবণ মুহুর্তের ভিডিও শেয়ার করতে দেখা যায় তার সোশ্যাল মিডিয়ায়।

Related Articles