IPL 2024

আইপিএলের শেষে বাজবে বিশ্বকাপের দামামা, বিরাট কি নামবেন মাঠে ?

At the end of the IPL, the World Cup will sound, will Virat enter the field?

The Truth Of Bengal: চলছে আইপিএল। এর পর টি টোয়েন্টি বিশ্বকাপ। বিরাট এই এই বিশ্বকাপের দলে থাকতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা চললেও  বিরাট আছেন স্ব মেজাজেই । বিরাটের দক্ষতা নিয়ে নেই কোনো সংশয় । ফলত তাকে বিশ্বকাপে পাওয়া যেতে পারে।

আইপিএল শেষেই বাজবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা । আর এই আইপিএল কে গুরুত্ব  দিচ্ছে বোর্ড ।  আইপিএলের পারফর্ম দেখেই টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হবে । কিন্তু সেই দলে কি থাকবেন বিরাট কোহলি ? বেশ জল্পনা শুরু হয়েছিল এ নিয়ে । বোর্ড বিরাটকে সুযোগ নাও দিতে পারে । এদিকে বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির সুযোগ হবে কি না! তা নিয়ে সমর্থকদের মধ্যেও  জোর শোরগোল পরে গেছে। এদিকে চলছে আইপিএল । টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেতে আইপিএলের পারফরম্যান্সই যে পাশ মার্ক,  তা বলাই যায়। বিরাট  ওয়ানডে   ম্যাচে অন্যবদ্য তা বলাই চলে। কিন্তু টি-টোয়েন্টিতে বিরাটের স্ট্রাইক রেটই বোধ হয় সবচেয়ে বড় প্রশ্নের সামনে ছিল। কিন্ত্ আইপিএলের শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ৭৭ রানের ইনিংস উল্টো কথা বলছে। ১১টি চার ও ২টি ছয়ের মাধ্যমে ৪৯ বলে ১৫৭-স্ট্রাইক রেটে ৭৭ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে বিরাট যে কতটা বিধ্বংসী তা আবারও দেখা গেল। বিরাট এ বিষয়ে মন্তব্য করে বলেন, আমার পছন্দের শট কভার ড্রাইভ, আর আমি সেটা খেলতে খুবই ভালোবাসি। স্বাভাবিক ভাবেই বিপরীত দলের বোলাররা আমার খেলায় বাধা সৃষ্টি করবে।  আমাকে সেই বাধা পেরিয়েই নিজের সেরাটা দিতে হবে। বহু টি-টোয়েন্টি লিগ আমার নাম ব্যাবহার করে। এর মর্যাদা তো রাখতে হবে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলা নিয়ে সমর্থকদের মধ্যে যে সোরগোল রয়েছে তা এই বক্তব্য দিয়ে বিরাটের বার্তা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। বিরাটের এই বিরাট পারফরম্যান্স দেখে মনে করা হচ্ছে তিনি সুযোগ পেতে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপে । এদিকে রোহিত শর্মা এই বিশ্বকাপে যে নেতৃত্ব দেবেন তার আগেই বলেছিলেন বোর্ড সচিব জয় শা ।

Related Articles