IPL 2024

হইচই ফেললেন ম্যাকগার্ক

A photo of McGurk was posted on X by Delhi Capitals

The Truth Of Bengal :  আইপিএলের রাতগুলোতে কোনো কোনো খেলোয়াড় ঘুম ছুটিয়ে দিচ্ছে বিপক্ষ টিমকে । নিজের দল না পারলেও নজর কাড়ছেন তরুণ তুর্কি  জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। দিল্লি ক্যাপিটালসের এই তরুণ খেলোয়ার ১৮ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যদিও তিনি যে এই দুর্দান্ত পারফর্ম করবেন তা আগেই জানতেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ কারণ গত কয়েক সপ্তাহ ধরে নেটে ঝড় তুলেছে জ্যাক ফ্রেজার। সব দল যখন চূড়ান্ত প্রস্তুতি পর্বে  ছিল তখন দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড় লুনগি এনগিডি নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখেছে গোটা দল।

অবশেষে লুনগির পরিবর্তে যে খেলোয়াড় কে নেওয়া হয়েছিল সেই তরুণ খেলোয়াড়্ই দিল্লির অন্যতম ভরসার জায়গায় উঠে এলেন । অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার ফ্রেজার ম্যাকগার্ক এর আগেই নিজের  জাত চিনিয়েছেন। ফের তার বিদ্ধংসী ইনিংস। এবারই প্রথম আইপিএলে পা রেখেছেন এই তরুণ খেলোয়াড়।  সুযোগ পাওয়ার কথা ছিল না , কিন্তু হঠাৎই এই সুযোগ। চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন,  সেখান থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন তাতে প্যাট  কামিন্সও অবাক হয়ে গিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে এক্সে একটি ছবি পোস্ট করা হয়েছে ম্যাকগার্কের যেখানে দেখা যাচ্ছে ছাতা হাতে উড়ে আসা বল গুলোকে আটকানোর জন্য তিনি একাই ১০০।

গোটা দলকে যেন তিনি রক্ষা করে চলেছেন । অজি ক্রিকেটের ভবিষ্যৎ তারকাকে এভাবেই দিল্লি ক্যাপিটালস এর তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে এক্সে। এর আগে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তিন নাম্বারে নেমে  ৩৫ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন  দিল্লি ক্যাপিটালসের এই তরুণ  ।সেই ম্যাচে  তিনিই দিল্লিকে  জিতিয়েছেন  ৬ উইকেটে।

Related Articles