আত্মবিশ্বাসী কেকেআর নামছে লখনউ- এর বিপক্ষে

The Truth Of Bengal: ১২ বছরে নানান পরিবর্তন সাক্ষী থেকেছে গোটা পৃথিবী। ১২ বছর পর কেকেআর ওয়াংখেড় স্টেডিয়ামে জিতে নিজেদের ভাগ্য বদলেছে। গৌতম গম্ভীর এর হাত ধরে ওয়াংখেড় স্টেডিয়ামে জয় লাভ করেছে কেকেআর। এবার ফের তারা জয়লাভ করতে চলেছে বলে মত সমর্থকদের। লখনৌ সুপার জায়ান্টস এর বিপক্ষে খেলতে নামছে কেকেআর বাহিনী। এই ম্যাচে জয়লাভ করলে প্লেয়ার অফে যাওয়ার রাস্তা আরো সহজ হয়ে যাবে কেকেআরের কাছে।
তবে এ ম্যাচে খেলতে পারবেন না লখনউ এর পেসার মায়াঙ্ক যাদব। লখনউ এর কোচ জাস্টিন ল্যাঙ্গার এ বিষয়ে বলেছেন, প্রার্থনা করছি মায়াঙ্ককে যাতে পাওয়া যায়। সেই সঙ্গে তিনি বলেছেন এই টুর্নামেন্টে ওর চোট লেগেছে পেশি ছিড়ে গিয়েছে। ফলত ওকে না পাওয়াটাই স্বাভাবিক।
ব্যাপারটা ভীষণ দুঃখের বলেই উল্লেখ করেছেন জাস্টিন ল্যাঙ্গার। মায়াঙ্কহীন লখনউ যে দুর্বল তা স্পষ্ট। দুর্বল লখন্উ এর বিপক্ষে লখন্উএর ঘরের মাঠে গিয়ে কেকেআর জিততে পারবে কিনা এখন সেটাই দেখার বিষয়।