IPL 2024খেলা

ঘরের মাঠেও জয়লাভ অধরাই রয়ে গেল মুম্বইয়ের। পর পর তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হল মুম্বইকে

Mumbai's victory remained elusive even at home. Mumbai lost three matches in a row

Truth of Benbal:IPL2024: ঘরের মাঠেও জয়লাভ অধরাই রয়ে গেল মুম্বইয়ের। পর পর তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হল মুম্বইকে। অন্যদিকে পর পর তিন ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল রাজস্থান রয়্যালস। ৬ উইকেটে মুম্বইকে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস।

এদিন ১২৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন যশস্বী জয়সওয়াল ও যশ বাটলার। প্রথম ওভারেই দুটি ছয় মারেন যশস্বী। এরপরেই মাফাকার বলে আউট হয়ে যান যশস্বী। এরপর খেলাটা নিজের কাঁধেই নিয়ে নেন যশ বাটলার। সঞ্জু স্যামনকে সঙ্গে নিয়েই রান তাড়া করছিলেন। এরইমধ্যে মাফাকার একটি ওভারের মধ্যে দুটি চার মারেন স্যামন। দলগতভাবে ৪২ রানের মাথায় আচমকা প্রথম ওভারে বল করতে আসা আকাশ মাদওয়ালের বলে আউট হয়ে যান সঞ্জু। এরপর কিছুক্ষণের মধ্যে বাটলারও মাদওয়ালের বলে আউট হয়ে যান। বাটলার আউট হওয়ার পর ক্রিসে আসেন রবিচন্দ্রন অশ্বিন। সঞ্জু, বাটলারের আউট হয়ে যাওয়ার পর রানকে এগিয়ে নিয়ে যান রিয়ান পরাগ। রিয়ান, অশ্বিন এক, দুই কখনও চার মেরে রান এগিয়ে নিয়ে যান। রিয়ান ও অশ্বিন খুব সুন্দরভাবেই রাজস্থানকে এগিয়ে নিয়ে যায়। তবে ১৩ ওভারে ৮৮ রানের মাথায় অশ্বিন ভুল করে বসেন। মাদওয়ালের বলে আউট হয়ে যান অশ্বিন। অশ্বিনের আউটের পর ক্রিসে আসেন শিবম দুবে। শিবম দুবে এসেও জয়ের লক্ষ্যে রাজস্থানকে এগিয়ে নিয়ে যান। অন্যদিকে ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন রিয়ান। ১৪ ওভারের মধ্যেই ১০০ রান করে ফেলে রাজস্থান। এরপরে পর পর ছয় মেরে ১৬ ওভারের মধ্যেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রিয়ান।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট পতন হয় মুম্বই ইন্ডিয়ান্সের। কোনো ব্যাটসম্যানই বড় রান করতে পারেনি। ২০ ওভারে ১২৫ রানে শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। ট্রেন্ট বোল্ট ও যুজভেন্দ্র চাহাল তিনটি করে উইকেট নেন।

Related Articles