আন্তর্জাতিক

রাশিয়ার মাটিতে অস্ত্র তৈরি করছে চিন, দাবি জেলেনস্কির

Zelensky claims China is manufacturing weapons on Russian soil

Truth Of Bengal: অব্যাহত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই আবহে রাশিয়া এবং চিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, চিন রাশিয়াকে কামান এবং বারুদের মতো অস্ত্র সরবরাহ করছে। শুধু তাই নয় দুই দেশের  যুদ্ধের মধ্যে চিনা প্রতিনিধিরা রাশিয়ার মাটিতে অস্ত্র তৈরি করে চলেছে। আর সেই প্রমাণ রয়েছে ইউক্রেনের কাছে। ইউক্রেনের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে জেলেনস্কি এই দাবি করেছেন বলে খবর।

চিন সম্পর্কে বলতে গিয়ে জেলেনস্কি জানান,  অবশেষে আমরা তথ্য পেয়েছি যে চীন রাশিয়ান ফেডারেশনকে অস্ত্র সরবরাহ করছে। আমরা দুই দেশের মধ্যে বিশেষ সহযোগিতা দেখতে পাচ্ছি। ইউক্রেন আগামী সপ্তাহে এই দাবির সমর্থনে নথি প্রকাশ করবে। আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত। জেলেনস্কির এই বক্তব্যের পর এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে চিন এবং রাশিয়ার তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, চিনের বিরুদ্ধে বেশ কয়েকবার রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছে। তবে চিন প্রতিবারই এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। অন্যদিকে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প আসতেই  প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোনও যুদ্ধবিরতি এখন পর্যন্ত হয়নি। দুই দেশের মধ্যে একটিমাত্র চুক্তি রয়েছে সেটি হল  ৩০ দিনের জন্য একে অপরের বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করবে না।

তবে কিছুদিন আগেই ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর সুমিতে মিসাইল হানা করে রাশিয়া। যার জেরে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৮০-রও বেশি। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো এই হামলার নিন্দা করেছিলেন। এই হামলার নিন্দা করে জেলেনস্কি বিশ্বের নানা দেশের নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।  এদিকে ইউক্রেনের উপর রাশিয়ার এই আক্রমণকে চলতি বছরের সবচেয়ে মারাত্মক হামলা বলে আখ্যায়িত করেছে ওয়াকিবহাল মহল। শুধু তাই নয় এই হামলার জেরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তলানিতে যাবে বলে মনে করা হচ্ছে।

Related Articles