আন্তর্জাতিক

জলের ট্যাংক বিস্ফোরণে কেঁপে উঠলো নোয়াখালী, আহত ৭

Water tank explosion shook Noakhali, injured 7

Truth Of Bengal: নোয়াখালীতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। জলের ট্যাংক বিস্ফোরণে কেঁপে উঠলো এলাকা। বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল যে সকলের মনে আতঙ্ক তৈরি হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নোয়াখালী শহরের হাসপাতাল সড়কের একটি ভবনেশনিবার দিন, রাত সোয়া নয়টা নাগাদ বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনার কবলে পড়ে মোট সাতজন আহত হয়েছেন।

আদর হাসপাতালের ফার্মেসির স্বত্বাধিকারী মো. আবদুল কাদের জানান, রাত নটা নাগাদ হাসপাতাল ভবনের নিচে বেজমেন্টে জলের ট্যাংক পরিষ্কার করতে যান দিনমজুর আশিক ও রাফেল নামের দুই জন। যদিও সেই সময়ে তিনি সেখানে ছিলেন না বলেই জানা যাচ্ছে। ঠিক সেই সময়ে বিস্ফোরণের বিকট শব্দে চারিদিকে আতঙ্কের সৃষ্টি হয়। অন্যদিকে এতে তাঁর ফার্মেসি বিধ্বস্ত হয়ে যায়। বিস্ফোরণের ঘটনার সময়ে সেখানেদোকানে থাকা তিন কর্মচারী দুলাল, দিনমজুর আশিক ও রাফেল গুরুতর দগ্ধ হয়েছেন বলেই জানা যাচ্ছে।

এই মুহুর্তে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্য তড়িঘড়ি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাতজনের মধ্যেএকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি আছে। বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত। জলের ট্যাংক বিস্ফোরণের নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে তা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এমনকি এই বিস্ফোরণের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করাও এখনও সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে।

Related Articles