আন্তর্জাতিক

কারাগারে যৌন নির্যাতনের শিকার ইমরান খান? শারীরিক পরিক্ষার রিপোর্টে জল্পনা

Was Imran Khan a victim of sexual assault in prison? Speculations in physical examination report

Truth Of Bengal: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আজ আর কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্ট দাবি করছে, রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে থাকাকালীন ইমরান খান নাকি ভয়ঙ্কর যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও, শোরগোল কিন্তু থেমে নেই। একটি মেডিকেল রিপোর্ট ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে ৩ মার্চ তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় জেল থেকে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন, এবং তার থেকেও ভয়ঙ্কর অভিযোগ—যৌন নির্যাতনের প্রমাণ। রিপোর্টে রাওয়ালপিণ্ডির পাক এমিরেটস মিলিটারি হাসপাতালের নাম দেখা যাচ্ছে। তবে এটি এখনো কোনও নিরপেক্ষ সূত্র দ্বারা যাচাই হয়নি।

তাঁর পরিবার বা জেল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলেননি। অথচ এই নীরবতাই আরও সন্দেহ বাড়িয়ে তুলেছে। এমনকি পাকিস্তানের প্রথিতযশা সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর একটি স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে, যেখানে এই রিপোর্টের উল্লেখ রয়েছে। সেই স্ক্রিনশটেরও সত্যতা নিশ্চিত করা যায়নি।

উল্লেখযোগ্য, ২০২৩ সালের আগস্টে তোষাখানা মামলায় ইমরান খান গ্রেপ্তার হন। তখন থেকেই তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। তিনি অভিযোগ করেছিলেন, তাঁকে একা করে সন্ত্রাসীদের সেলে রাখা হয়েছে, তাঁর জীবন ঝুঁকিতে। আজকের এই অভিযোগ সেই শঙ্কাকে আরও গভীর করছে। সত্য-মিথ্যা যাই হোক, এমন একটা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যদি জেলে এই আচরণ হয়—তবে সাধারণ নাগরিকের নিরাপত্তা কতটা সুরক্ষিত?

Related Articles