
The Truth of Bengal: দুর্ঘটনার কবলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কনভয়। রবিবার অফিস থেকে তিনি যখন নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন, সেই সময় বাইডেনের কনভয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। যে গাড়িটি প্রেসিডেন্টের কনভয়ের নয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল বাইডেন। আচমকা এই দুর্ঘটনায় সজাগ হয়ে ওঠেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। যে গাড়িটি ধাক্কা মারে, সেই গাড়িটির চাল্ককে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা।
মাত্র দু’মাসের ব্যবধানে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। গত ২৯ অক্টোবরও বাইডেনের নিরাপত্তায় ত্রুটি ধরা পড়েছিল। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের আকাশসীমায় ঢুকে পড়ে একটি বিমান। যা নিরাপত্তা ভঙ্গের শামিল। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের আকাশসীমা থেকে বিমান্টিকে সরানোর জন্য সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি ফাইটার জেট পাঠিয়ে দেওয়া হয়। সেই সময় বাড়িতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘটনা ঘটলেও বড় কোনও অঘটন ঘটেনি।
এবার সড়ক পথে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় বড় গলদ সামনে এল। রবিবার যখন তাঁর কনভয় দুর্ঘটনায় পড়ে তখন ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁর সঙ্গে একই গাড়িতে ছিলেন। দুর্ঘটনার পর হোয়াইট হাউসের তরফে জানানো হয়, কোনও চোট লাগেনি। সুস্থ রয়েছেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিরাপদেই মার্কিন প্রেসিডেন্ট সস্ত্রীক ডেলাওয়্যারের বাড়িতে পৌঁছে যান।
Free Access