আন্তর্জাতিক

ইজরায়েলকে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

US plans to sell $8 billion worth of weapons to Israel

Truth Of Bengal: ইজরায়েলকে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে। দু’টি সূত্রের উদ্ধৃতি দিয়ে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে, তার মধ্যে যুদ্ধবিমান এবং শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে। এ ছাড়া গোলা ও যুদ্ধবিমানের জন্য আকাশেই নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তালিকায় রয়েছে। অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা এবং ওয়্যারহেড রয়েছে বলেও অ্যাক্সিওসের খবরে জানানো হয়। তবে ইজরায়েলের কাছে এসব অস্ত্র বিক্রি করতে হলে আগে বাইডেন প্রশাসনের এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন পেতে হবে।

যুক্তরাষ্ট্রের একজন আধিকারিক অ্যাক্সিওসকে বলেন, প্রেসিডেন্ট (বাইডেন) পরিষ্কার করে বলেছেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইজরায়েলের নিজেদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার এবং ইরান ও তাদের ছায়া সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার সশস্ত্র সংগঠন হামাস ইজরায়েলে হামলা করে। ওই দিন থেকেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইজরায়েল। ১৫ মাস ধরে এই যুদ্ধ চলছে। গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনও চুক্তি হয়নি।

আর কয়েক দিনের মধ্যেই জো বাইডেনের মেয়াদ শেষ হচ্ছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগ নেবেন।

Related Articles