রাষ্ট্রসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পেশ, প্রস্তাবের পক্ষে ১৫৩ বিপক্ষে ১০
UN proposes cease-fire in Gaza

The Truth of Bengal: মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জে সাধারণ পরিষদে পেশ করা হয় গাজা- ইজরায়েলের যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব। মানবিকতার কারণে ইজরায়েল-হামাসের যুদ্ধ বিরতি ঘোষণা ও নিশর্তে সমস্ত বন্দিদের মুক্তির দাবি নিয়ে এই খসড়া প্রস্তাবনা পেশ করা হয়। আলজিরিয়া, বাহরিন, ইরাক, কুয়েত, ওমান, কাতার. সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি মিলিতভাবে এই প্রস্তাবনা পেশ করে। তবে ভারত সেই প্রস্তাবনার সপক্ষে ভোট দেয়। তবে আমেরিকা সহ ১০টি দেশ এই প্রস্তাবনার বিপক্ষে ভোট দেয়। ভোটদান থেকে বিরত থাকে ২৩টি দেশ। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৫৩টি দেশ । তবে গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে আমেরিকা ভোট দিলেও ইজরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিন প্রস্তাবটি পেশ হওয়ার আগে তাঁকে বলতে শোনা যায়, এখনও বিশ্বের অধিকাংশ দেশের সমর্থনই রয়েছে ইজরায়েলের প্রতি। যার মধ্যে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও রয়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আগামিদিনে সেই সমর্থন হারাতে চলেছে তেল আভিভ। তবে গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। তিনি জানান, দীর্ঘস্থায়ী মানবিক সংকট ও বিপুল প্রাণহানির সাক্ষী হয়েছে গাজা। এই পরিস্থিতিতে দুতরফের মধ্যে শান্তিপূর্ণ ও মজবুত সমাধান প্রয়োজন।
তবে এবারে ভারত গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলেও গত অক্টোবর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইজরায়েল-হামাসের যুদ্ধে মানবিক বিরতির দাবিতে পেশ করা প্রস্তাবনায় ভোটদানে বিরত ছিল ভারত। সেই সময় ভারতের তরফেও গাজা স্ট্রিপে হামাসের নৃশংস হামলার নিন্দার দাবি করা হয়। উল্লেখ্য, ৭ অক্টোবর ইজরায়েলে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা চালায় প্যালেস্তিনীয় সন্ত্রাসবাদী সংগঠন হামাস। মৃত্যু হয় প্রায় দেড় হাজার ইজরায়েলির। অনেককে পণবন্দি করে গাজা ভূখণ্ডে নিজেদের ডেরায় নিয়ে যায় হামাস। পালটা গাজায় সামরিক অভিযান চালাতে শুরু করে আইডিএফ। শোনা যাচ্ছে, সেখানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজার ৪০০। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের আড়ালে রয়েছেন বলেও আশঙ্কা।