আন্তর্জাতিক

কুর্স্কে ছ’দিন ধরে লাগাতার হামলা ইউক্রেনের, পাল্টা জবাব দিয়েছে রাশিয়াও

Ukraine's continuous attack on Kursk for six days, Russia also responded

The Truth Of Bengal: রাশিয়ার ভূখণ্ডে প্রায় ১০ কিলোমিটার ভিতরে ঢুকে  টানা ছ’দিন ধরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার পশ্চিমে কুর্স্ক অঞ্চলে  ইউক্রেনের সেনাবাহিনীর হামলা  চালানো নিয়ে অবশেষে বড় মাপের সাফল্য দাবি করেছেন  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।তিনি শনিবার এক স্থানীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, “ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ভূখণ্ডে ঢুকে আক্রমণ শানাচ্ছে।”

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যুদ্ধ আগ্রাসী মোড় নিচ্ছে বলেও জ়েলেনস্কিকে দাবি করতে দেখা গিয়েছে। তবে এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই রাশিয়াও। ইতিমধ্যেই তাদের এলাকায় ঢুকে পড়ে  গত ছ’দিন ধরে যেভাবে ইউক্রেন  একের পর এক হামলার ঘটনা ঘটিয়ে চলেছেন তাতে তীব্র নিন্দা করেছেন রাশিয়া।

এছাড়াও  আমেরিকা-ব্রিটেন-সহ পশ্চিমের একাধিক দেশের অস্ত্রে বলীয়ান ইউক্রেনের বাহিনীকে  ধূলিসাৎ করতে রুশ সেনা  প্রবল শক্তি সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়েছে। এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে ট্যাঙ্ক ও রকেট লঞ্চিং সিস্টেম পাঠানো হয়েছে  মস্কোর তরফে। শুধু তাই নয়, ইউক্রেন সীমান্তবর্তী শহর কুর্স্ক, বেলগোরদ ও ব্রিয়ানস্ক অঞ্চলে প্রতিরক্ষামূলক ব্যবস্থাও নিয়েছে মস্কো।

নিরাপত্তার কথা মাথায় রেখে সীমান্ত এলাকা থেকে প্রচুর মানুষকে  ইতিমধ্যেই  সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করা হয়েছে রাশিয়া প্রশাসনের তরফে। রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, কুর্স্কের সীমান্তবর্তী এলাকা থেকে ৭৬ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেলগোরদ এলাকায়  ইউক্রেন সেনার হামলায়  এক রুশ নাগরিক মারা গেছেন বলেও জানা যাচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে  রাশিয়া  প্রথম ইউক্রেনে হামলা চালায়। এরপর একের পর এক হামলা চালিয়ে যায় ইউক্রেন। তবে রাশিয়ার কাছে ইউক্রেনের এই হামলা একেবারেই প্রত্যাশিত ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি   ভিডিয়োয় দেখা গিয়েছে, কুর্স্কের সড়কে রাশিয়ার অন্তত ১৫টি সামরিক যান ধ্বংস হয়ে পড়ে রয়েছে। সামরিক যানগুলোতে হতাহত রুশ সেনাদেরও দেহ পড়ে থাকতে দেখা গেছে ।

 

Related Articles