দুই মাস পেরিয়ে মৃত ২০ হাজার মানুষ, ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা
Two months later, 20,000 people died, indiscriminate attacks by Israeli forces

The Truth Of Bengal: দুই মাস পেরিয়ে গেছে, প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার। এমন সময়ে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ২০ হাজার মানুষের প্রাণ গেছে। বেশির ভাগই নারী ও শিশু।
দুই মাস পেরিয়ে গেছে, প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার। এমন সময়ে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ২০ হাজার মানুষের প্রাণ গেছে। বেশির ভাগই নারী ও শিশু। জানাগিয়েছে, গাজায় নিহত মানুষের মধ্যে অন্তত ৮ হাজার শিশু রয়েছে। নিহত নারীর সংখ্যা অন্তত ৬ হাজার ২০০। প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে নিহত হন ১ হাজার ১৩৯ জন। আহতের সংখ্যা ৮ হাজার ৭৩০। এ হিসাব ইসরায়েল সরকারের। হামাসের হামলার জবাবে ৭ অক্টোবরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর দুই মাসের বেশি সময় পেরিয়ে গেছে। মাঝে যুদ্ধবিরতির কয়েক দিন বাদে গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলা থেকে মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয়শিবির—কিছুই বাদ যায়নি।
গাজায় অবিলম্বে হামলা বন্ধ ও যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ বেড়েছে যদিও যুক্তরাষ্ট্রের ভেটোতে এ সংক্রান্ত একটি প্রস্তাব রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বাতিল হয়ে গেছে। গাজা নিয়ে নিরাপত্তা পরিষদে আরেকটি প্রস্তাবে ভোটাভুটি হতে পারে। এ প্রস্তাবে শেষ মুহূর্তে শব্দগত পরিবর্তন আনা হচ্ছে।
Free Access