জানুয়ারিতে শপথ, তার আগে সাজা খারিজ করা হোক ট্রাম্পের, আদালতে আইনজীবীরা
Trump's lawyers ask court to overturn sentence before he is sworn in in January

Truth Of Bengal: বিপুল ভোটে জিতে আবারও ফিরছেন মার্কিন মসনদে। ২০ জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে ঢেলে সাজাচ্ছেন প্রশাসন। আর এবার পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলা থেকে অব্যাহতি চেয়ে নিউ ইয়র্কের এক প্রাদেশিক আদালতের বিচারকের কাছে আবেদন করলেন রিপাবলিকান নেতা।
অভিযোগ, জাল নথি দেখিয়ে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লক্ষ ৩০ হাজার জলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। ২০১৬ র নির্বাচনী প্রচারের সময়ে স্টর্মির মুখ বন্ধ রাখতে ট্রাম্পের আইনজীবী পর্ন তারকাকে ঘুষ দেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।
ম্যানহাটনের জেলা আদালতে ৩৮ দফায় দোষী সাব্যস্ত হন তিনি। তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল।
তবে, শুধু এই ঘুষকাণ্ডই নয়। ২০২০-র ভোটের ফলপ্রকাশের পর ক্যাপিটলে দাঙ্গা বাধানোয় উস্কানি সহ গুরুতর অপরাধমূলক অভিযোগও রয়েছে আমেরিকার হবু প্রেসিডেন্টের বিরুদ্ধে।
আর কিছুদিন পরেই শপথ নেবেন ট্রাম্প। তার আগে আদালতের কাছে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেন, এই মামলাগুলি নিয়ে এখন ঘাঁটাঘাঁটি করলে তার প্রভাব পড়তে পারে দেশ চালানোর উপরে। আগামী ৯ ডিসেম্বর পরবর্তী শুনানি রয়েছে।