প্রবল শৈত্যপ্রবাহ, কংগ্রেস ভবনের ভেতরে ট্রাম্পের শপথ গ্রহণ
Trump takes oath inside Congress building amid severe cold wave

Truth Of Bengal: আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কিছুটা ভিন্নরকম হতে যাচ্ছে তাঁর প্রত্যাবর্তন। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে। এবার দেশটির ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে গোটা আয়োজন। ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন। ঠান্ডা আবহাওয়ার কারণে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান কংগ্রেস ভবনের ভেতরে থাকবে। মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের এ আয়োজন হয় বেশ জমকালো। আমন্ত্রণ পান অনেক অতিথি।
স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প বলেন, ‘দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। আমি চাই না কেউ কোনওভাবে ক্ষতিগ্রস্ত হোক। তাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে শপথগ্রহণ, বক্তৃতা-সহ অন্যান্য কার্যক্রম ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হবে।’ মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে। কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হওয়ায় এবার বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে না বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম।
এর আগে ১৯৮৫ সালে ক্যাপিটল ভবনের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রেগান। সেবারও তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটলের রোটুন্ডায় সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে প্রায় ৪০ বছর খোলা স্থানের পরিবর্তে ক্যাপিটাল হিলের ভেতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। সেই সময় বিকেলের ঠান্ডা বাতাস মাইনাস ১০ থেকে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ২৩ থেকে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াস)-এর মধ্যে ছিল। সোমবার ওয়াশিংটনের পূর্বাভাসে ট্রাম্পের শপথ গ্রহণের সময় তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস) থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প জানিয়েছেন, তাঁর সমর্থকরা ক্যাপিটল ওয়ান এরেনায় বসে বড় পর্দায় অনুষ্ঠানটি দেখতে পারবেন। ২০ হাজার আসনের এই স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হবে। পেনসিলভানিয়া অ্যাভিনিউ থেকে হোয়াইট হাউস পর্যন্ত যে কুচকাওয়াজ হওয়ার কথা ছিল, সেটিও ক্যাপিটল ওয়ান এরেনায় স্থানান্তরিত হবে। তবে একটি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে কুচকাওয়াজ কীভাবে আয়োজন করা হবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
এ ছাড়া ইন্ডোর আয়োজনে দর্শক সংখ্যা সীমিত থাকবে। ক্যাপিটল প্রাঙ্গণে দুই লক্ষ ২০ হাজার টিকিটধারী দর্শকের জন্য যে আয়োজন করা হয়েছিল, তার বড় একটি অংশ এবার আর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।
মার্কিন ইতিহাসে শপথ অনুষ্ঠানে ঠান্ডা আবহাওয়া নতুন কিছু নয়। ৪ মার্চ ১৮৪১ সালে প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসন দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন। ঠান্ডা আবহাওয়ায় টুপি বা ওভারকোট ছাড়াই দীর্ঘতম উদ্বোধনী ভাষণ দেন তিনি। ধারণা করা হয়, এই ঘটনার পর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। দায়িত্ব গ্রহণের এক মাস পর তিনি মারা যান। আমেরিকান ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম প্রেসিডেন্ট ছিলেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। আমন্ত্রণের তালিকায় রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্তর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না। আমন্ত্রিতদের মধ্যে আছেন চিনের প্রেসিডেন্ট শি জিন পিংও।